গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৪৫ ফিলিস্তিনি নিহত
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() বিমান হামলায় ৪৫ জনকে হত্যার পর গাজায় ইসরায়েলের ‘যুদ্ধবিরতি’ ইসরায়েলি সেনাবাহিনী জানায়, রোববার সকালে রাফা এলাকায় হামাসের হামলায় তাদের দুই সেনা নিহত ও তিনজন গুরুতর আহত হয়। ওই সময় ইসরায়েল-সমর্থিত এক সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে হামাসের সংঘর্ষ বাধে। সংঘর্ষে ইসরায়েলি বাহিনীর আরও দুই সদস্য নিহত হয়। তবে হামাস দাবি করেছে, রাফায় এমন কোনো সংঘর্ষের বিষয়ে তারা অবগত নয়। তবুও ইসরায়েল গাজার বিভিন্ন অঞ্চলে ভয়াবহ হামলা চালায়, যেখানে অসংখ্য বেসামরিক মানুষ প্রাণ হারান। দিনের শেষ দিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, রাজনৈতিক নির্দেশনার আলোকে এবং গাজায় ধারাবাহিক সামরিক অভিযান শেষে প্রতিরক্ষা বাহিনী পুনরায় যুদ্ধবিরতি কার্যকর করছে—যা হামাস পূর্বে ভঙ্গ করেছিল। গত সোমবার হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছিল। কিন্তু সেই চুক্তির পরও প্রায় প্রতিদিনই গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকে। ফলে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এ পর্যন্ত আরও অন্তত ৭০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এদিকে রোববার ইসরায়েলি সরকার ঘোষণা দিয়েছিল, গাজায় তারা মানবিক সহায়তা বা ত্রাণ সরবরাহ বন্ধ করে দেবে। তবে ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য জানায়নি তারা। - সূত্র: আল জাজিরা, রয়টার্স ডেল্টা টাইমস/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |