|
কার্গো ভিলেজে আগুন পাশের দেশের ষড়যন্ত্র, ইঙ্গিত বিটিএমএ সভাপতির
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() কার্গো ভিলেজে আগুন পাশের দেশের ষড়যন্ত্র, ইঙ্গিত বিটিএমএ সভাপতির বাংলাদেশের পোশাক খাতের বাজার যেন কমে যায় তা পাশের দেশ চায় উল্লেখ করে এই ব্যবসায়ী বলেন, ‘এবছর আমাদের পোশাক খাতে ছয় শতাংশ বাজার কমেছে, নিট খাতে পাঁচ শতাংশ কমেছে। গত বছর জুলাই আন্দোলন হয়েছে, সে সময়ও এত কমেনি। তাহলে এবছর কেন বাজার কমলো? এটা ষড়যন্ত্রের অংশ।’ সোমবার (২০ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে শওকত আজিজ রাসেল এসব কথা বলেন। কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ইএবি সভাপতি মোহাম্মদ হাতেম। বিটিএমএ সভাপতি বলেন, ‘এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে আমাদের দেশে। একের পর এক ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। একটা ম্যাচের দাম এক টাকা হতে পারে। কিন্তু একটা ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে অনেক মানুষের কর্মসংস্থান জড়িত। এই জিনিসগুলো একটা গ্রুপ আছে, তারা মূল্যায়ন করে না। আমরা বড়ভাবেই ষড়যন্ত্রের শিকার হচ্ছি। এটা কোনো খেলার মাঠ না, এটা আন্তর্জাতিক মানের বিমানবন্দর এবং রাজধানী শহরে। আমাদের ভাবার বিষয় আছে। ভীষণভাবে ভাবার বিষয় আছে। অনেক ক্রেতা আমাদের দেশ থেকে চলে যাচ্ছেন। অনেক ক্রেতা, যাদের আসার কথা ছিল তারা আসবেন কি না চিন্তা করছেন।’ রাসেল সতর্ক করে দিয়ে জানান, এই ক্ষতি করা এখন বিমানবন্দর পর্যন্ত চলে গেছে। এরপর ঘরবাড়ি পোড়ানোর সময় আসবে। বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র কারা করছে- এমন প্রশ্নের জবাবে এই ব্যবসায়ী নেতা বলেন, ‘এটি এমন একটা ভূরাজনৈতিক অবস্থান, এখানে অনেকের চোখ পড়েছে। রাজনৈতিক এক ধরনের ষড়যন্ত্র আছে। বহির্বিশ্বে যেন আমাদের ভাবমূর্তি নষ্ট হয় তা নিয়ে এক ধরনের ষড়যন্ত্র আছে। পার্শ্ববর্তী দেশের এক ধরনের চিন্তাভাবনা আছে যাতে তাদের ব্যবসা ভালো হয়, আমাদের ব্যবসা কমে যায়।’ সংবাদ সম্মেলনে ইএবি সভাপতি হাতেম জানান, কার্গো ভিলেজের আগুনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। কার্গো ভিলেজের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন শনাক্ত ও প্রতিরোধ নিশ্চিত করতে কর্তৃপক্ষ চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। এতে জড়িতদের শাস্তির দাবি করেন তিনি। ডেল্টা টাইমস্/আইইউ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |