দেশে একমাত্র মুনাফাকারী ব্যাংক বাংলাদেশ ব্যাংক: বিটিএমএ সভাপতি
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() দেশে একমাত্র মুনাফাকারী ব্যাংক বাংলাদেশ ব্যাংক: বিটিএমএ সভাপতি মঙ্গলবার (২১ অক্টোবর) গুলশানে একটি হোটেলে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত ইম্পারেটিভ ফর সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্টস শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন। শওকত আজিজ রাসেল বলেন, এতগুলো ব্যাংক হয়েছে। এসব ব্যাংক প্রয়োজনের ভিত্তিতে গড়ে উঠেনি; রাজনৈতিক বিবেচনায় গড়ে উঠেছে। এতে পুরো ব্যাংক খাতে কস্ট অব ফান্ড বাড়িয়েছে। পরিবর্তিত অবস্থায় একটি পক্ষ পালিয়ে যাওয়ার পর বাড়তি কস্ট অব ফান্ড আমাদের ওপর থেকে তুলে নেওয়া হচ্ছে। অনুষ্ঠানে মূল প্রবন্ধে ড. আশিকুর রহমান চৌধুরী বলেন, দেশের কেন্দ্রীয় ব্যাংক হিসাবে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা না থাকার পেছনে প্রধান কারণ ব্যাংক কম্পানি আইন ও আইনের প্রয়োগে ব্যর্থতা। যা বাণিজ্যিক ব্যাংকগুলোতে পারিবারিক আধিপত্যকে অনুমোদন করেছে, আর্থিক খাতের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। সরকারি হস্তক্ষেপ বাংলাদেশ ব্যাংকের পরিচালনার ক্ষেত্রে বাধাগ্রস্ত করে উল্লেখ করে তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের নিয়োগ, বাজেট এবং বোর্ড গঠনের ওপর নিয়ন্ত্রণ কেন্দ্রীয় ব্যাংকের স্বকীয়তাকে খর্ব করে। কেন্দ্রীয় ব্যাংককে স্বাধীনতা দিতে এই নিয়ন্ত্রণও সরকারের হাত থেকে ছাড়তে হবে। ডেল্টা টাইমস্/আইইউ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |