জবি শিক্ষার্থী হত্যায় কুবিতে ক্ষোভ, বিক্ষোভে ফুঁসে উঠলো ছাত্রদল
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() জবি শিক্ষার্থী হত্যায় কুবিতে ক্ষোভ, বিক্ষোভে ফুঁসে উঠলো ছাত্রদল সোমবার (২০ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে মিছিলটি শুরু হয়ে দক্ষিণ মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় মূল ফটকে এসে শেষ হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে মিছিলে ছাত্রদলের নেতা-কর্মীদের পাশাপাশি বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও অংশ নেন। এসময় কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ছাত্রদল নেতা রিয়াজ উদ্দিন অন্তর বলেন, “ইন্টেরিম সরকার মানুষের আশা-আকাঙ্ক্ষা চূর্ণ করে দিচ্ছে। হাজারো মায়ের কোল খালি করে দিচ্ছে। সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকা সত্ত্বেও তারা তা প্রয়োগ করতে পারছে না। আজ সারাদেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।” তিনি আরও বলেন, “আমরা এমন একটি জনকল্যাণমুখী সরকার চাই, যা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে।” বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা-কর্মীরা জুবায়েদ রহমান হত্যাকাণ্ডের ন্যায়বিচার এবং সারাদেশে নাগরিক নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। ডেল্টা টাইমস/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |