অস্বাস্থ্যকর পানি-খাবারে জর্জরিত খুবির অপরাজিতা হল
সানজিদা আক্তার,খুবি :
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৫:২১ পিএম আপডেট: ২২.১০.২০২৫ ৭:২১ পিএম

অস্বাস্থ্যকর পানি-খাবারে জর্জরিত খুবির অপরাজিতা হল

অস্বাস্থ্যকর পানি-খাবারে জর্জরিত খুবির অপরাজিতা হল

অস্বাস্থ্যকর পানি ও নিম্নমানের খাবারসহ নানান সমস্যায় জর্জরিত খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অপরাজিতা হল। দূষিত পানি, নোংরা টয়লেট এবং সীমিত আসনসংখ্যার কারণে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, হলের টয়লেটের পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর। পানির সঙ্গে ছোট ছোট পোকামাকড় বের হচ্ছে। ক্যানটিনের খাবার ঢেকে না রাখায় তাতে প্রায়ই মাছি পড়ে। ফলে শিক্ষার্থীরা স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সম্প্রতি এক ছাত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “হলের পানিতে নিয়মিতই পোকা ও ময়লা পাওয়া যাচ্ছে। ওযু, গোসল বা থালা-বাসন ধোয়ার সময় এই পানি ব্যবহার করতে গিয়ে অনেকে অ্যালার্জি ও চর্মরোগে ভুগছেন।” বিশেষ করে নারী শিক্ষার্থীদের ইউরিন ইনফেকশনসহ দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ছে।

উল্লেখ্য, ২০২২ সালের ১৬ আগস্ট পানির স্থায়ী সমাধানের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করেছিলেন। তখন সাময়িকভাবে ট্যাংক ও পাইপ পরিষ্কার করা হলেও বর্তমানে আবারও একই সমস্যা দেখা দিয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, একাধিকবার বিষয়টি প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

অপরাজিতা হলের আবাসিক শিক্ষার্থী কানিজ ফাতেমা বলেন, “ক্যানটিনের খাবারের মান একদমই ভালো নয়। অতিরিক্ত ঝালের কারণে গ্যাস্ট্রিকের সমস্যা হয়। অনেক সময় খাবার ঢাকা থাকে না, রান্নার জায়গাও অত্যন্ত নোংরা। শুধু মানই নয়, খাবারের পরিমাণও কমিয়ে দেওয়া হচ্ছে।”

বাংলা ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রুই পাই সং মারমা জানান, “পানি পরিষ্কার করার দুই-তিন দিন পরই আবার আগের মতো পোকা দেখা দেয়। এখন পানি ব্যবহারই কঠিন হয়ে পড়েছে। দ্রুত স্থায়ী সমাধান প্রয়োজন।”

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের চিফ মেডিক্যাল অফিসার ডা. কানিজ ফাহমিদা বলেন, “অস্বাস্থ্যকর পানি ব্যবহারে পানিবাহিত রোগ, চর্মরোগ ও অ্যালার্জির ঝুঁকি বাড়ে। দীর্ঘদিন এ ধরনের পানি ব্যবহারে শিক্ষার্থীরা গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন।”

হলের প্রভোস্ট প্রফেসর ডা. আরিফা শারমিন বলেন, “হলটি পুরনো হওয়ায় ট্যাংক ও পাইপ নষ্ট। নিয়মিত পরিষ্কার করলেও কিছুদিন পর আবার সমস্যা দেখা দেয়। উপাচার্য স্যার পাইপ পরিবর্তনের বাজেটের আশ্বাস দিয়েছেন। আপাতত ছাঁকনি ব্যবহারের পরামর্শ ও সাবমার্সিবল পাম্প স্থাপনের পরিকল্পনা রয়েছে।”

বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ডা. খসরুল আলম জানান, “নতুন পাইপ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে, এতে দুই-তিন মাস সময় লাগবে। ট্যাংক নিয়মিত পরিষ্কার করা হচ্ছে।”



ডেল্টা টাইমস্ / সানজিদা আক্তার / আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com