শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি চূড়ান্ত
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি চূড়ান্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মঙ্গলবার (২১ অক্টোবর) আন্তঃমন্ত্রণালয় সভায় এসব কর্মসূচি গৃহীত হয়। তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এসব তথ্য জানা গেছে। দিবসটি উদযাপন উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রকাশ ও প্রচার এবং সংবাদপত্রসমূহে বিশেষ নিবন্ধন, সাহিত্য সাময়িকী ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ও সচিব শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ অন্যান্য বেসরকারি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। জেলা ও উপজেলা পর্যায়ে স্কুল, কলেজ, মাদরাসাসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান সুবিধাজনক সময়ে আলোচনা সভার আয়োজন করবে। এছাড়া, শহীদ বুদ্ধিজীবীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দেশের সব মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে মোনাজাত বা প্রার্থনার ব্যবস্থা করা হবে। ডেল্টা টাইমস্/আইইউ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |