ইউএনওদের ইসি সানাউল্লাহ
মাঠ প্রশাসন দৃষ্টান্তমূলক নির্বাচন করতে পারে দেখিয়ে দেবো
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ/ ফাইল ছবি বুধবার (২২ অক্টোবর) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে শুরু হওয়া ইউএনওদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, আগে পোস্টাল ভোটিং অকার্যকর পদ্ধতি ছিল এখন পরিবর্তন করা হয়েছে। প্রথমত পোস্টাল ভোটিংয়ের অ্যাপ্লিকেশন পদ্ধতিটা আমরা অনলাইনে নিয়ে গেছি। অ্যাপ্লিকেশনটা এই মুহূর্তে ট্রায়ালে। আশা করছি ১৬ নভেম্বর আপ্লিকেশনটা সবার জন্য লঞ্চ করে দেবো। প্রবাসীদের ব্যবহৃত ব্যালট ও আমাদের দেশে ব্যালট ডিফারেন্ট হবে। আমাদের ব্যালটে না ভোটসহ ১১৬টি প্রতীক থাকবে। তফসিল ঘোষণার আগেই প্রবাসীদের ভোটের অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হবে। কোনো কোনো দেশে একবার নিবন্ধন করলেই বছরের পর বছর ভোট দেওয়া যায়। কোনো কোনো দেশে একটা সময়কালের জন্য বা কোনো কোনো দেশে একটা ভোটকে টার্গেট করে এটা করা হয়। তবে আমরা শুধু একটা ভোটকে টার্গেট করেই এটা করেছি। এই বিশেষ প্রসেস আগে থেকেই করছি। তিনি আরও বলেন, এই নির্বাচনকে সামনে রেখে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রাষ্ট্র এবং জাতি হিসেবে এবারের ইলেকশন সব থেকে নিরপেক্ষ ও অবাধ হবে। সুতরাং এই গুরুত্বটা অনুধাবন করেই আমরা মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবো। নির্বাচনের মাঠে যারা আছেন তারা যেন আচরণবিধি মেনে চলেন। সুষ্ঠু ভোটের পরিবেশ এখন থেকে তৈরি করতে হবে। ডেল্টা টাইমস/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |