করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ২:৪৫ পিএম আপডেট: ২২.১০.২০২৫ ৩:০৭ পিএম

.

.

দেশে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসাধারণকে মাস্ক পরার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার (২২ অক্টোবর) স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বেশ কিছু নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, জনসমাগম যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত। শ্বাসতন্ত্রের রোগ থেকে নিজেকে রক্ষা করতে মাস্ক পরা অপরিহার্য। হাঁচি বা কাশির সময় নাক-মুখ ঢেকে রাখার এবং ব্যবহৃত টিস্যু সঙ্গে সঙ্গেই ময়লার ঝুড়িতে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া অপরিষ্কার হাতে চোখ, নাক বা মুখ স্পর্শ না করা এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রাখার কথাও বলা হয়েছে।

সন্দেহজনক রোগীদের ক্ষেত্রে করণীয় হিসেবে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, জ্বর, কাশি বা শ্বাসকষ্ট দেখা দিলে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে থাকার নির্দেশনা মানতে হবে। রোগীর নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং রোগীর সেবাদানকারীরাও সতর্কতার জন্য মাস্ক ব্যবহার করবেন। প্রয়োজনে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করার পাশাপাশি আইইডিসিআর (০১৪০১-১৯৬২৯৩) এবং স্বাস্থ্য বাতায়ন (১৬২৬৩)-এর সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com