উত্তরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ১:১২ পিএম আপডেট: ২২.১০.২০২৫ ১:২৬ পিএম

উত্তরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

উত্তরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

“সড়ক নিরাপত্তা শুধুই আইন নয়, জীবন রক্ষার অঙ্গীকার”—এই শ্লোগানকে সামনে রেখে বুধবার (২২ অক্টোবর) ঢাকার উত্তরায় অনুষ্ঠিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস। শহরের ব্যস্ততম কদম চত্বরের কোলাহলে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতার বার্তা পৌঁছে দেন চালক, যাত্রী ও ট্রাফিক কর্মকর্তারা।

উত্তরা ১২ নম্বর সেক্টর কদম চত্বর (ময়লার মোড়) এলাকায় এই সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে কাজী ড্রাইভিং ট্রেনিং স্কুল ও এম আর ড্রাইভিং ট্রেনিং সেন্টার। উপস্থিত ছিলেন কাজী ড্রাইভিং ট্রেনিং স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক কাজী মেহেদী হাসান, এম আর ড্রাইভিং ট্রেনিং সেন্টারের পরিচালক মোহাম্মদ রাজু আহমেদ, উত্তরা পশ্চিম ট্রাফিক ইন্সপেক্টর আব্দুর রহমান এবং দৈনিক বাংলার সিনিয়র রিপোর্টার ও কাজী ড্রাইভিং ট্রেনিং স্কুলের উপদেষ্টা মো. সোহেল রানা।

মানববন্ধনে বক্তারা সড়ক নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা কেবল সরকারের দায়িত্ব নয়, এটি চালক, যাত্রী ও পথচারীর সম্মিলিত দায়িত্ব। প্রত্যেকের সচেতনতা দুর্ঘটনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

কাজী ড্রাইভিং ট্রেনিং স্কুল এই দিবসকে সামনে রেখে পাঁচটি লক্ষ্য ঘোষণা করে:সড়ক জ্যাম ও জটমুক্ত রাখা: শহর ও গ্রামীণ সড়কে শৃঙ্খলাবদ্ধ চলাচল নিশ্চিত করাচালকের ফিটনেস পরীক্ষা: স্বাস্থ্যবান ও প্রশিক্ষিত চালকই যানবাহন পরিচালনা করবেন তা নিশ্চিত করা।যাত্রী সচেতনতা বৃদ্ধি: যাত্রীরাও ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তোলার প্রয়োজন।ক্লান্ত বা ঘুম চোখে গাড়ি চালানো না করা: দুর্ঘটনার মারাত্মক ঝুঁকি থেকে সবার সতর্ক রাখা।সড়ক নিরাপত্তা শিক্ষা বিস্তার: স্কুল, কলেজ ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ট্রাফিক সচেতনতা বাধ্যতামূলক করা।

বক্তব্য শেষে আয়োজকরা সবাই মিলে একটি নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন, যেখানে সড়ক হবে নিরাপদ, যাত্রা হবে নিশ্চিন্ত এবং চালক হবেন দায়িত্বশীল নাগরিক।

অনুষ্ঠানে দুটি গুরুত্বপূর্ণ স্লোগানকে তুলে ধরা হয়:“নিয়ম মেনে চলি, নিরাপদে বাড়ি ফিরি” এবং “সচেতন চালক, নিরাপদ সড়ক।”

এই আয়োজনের মাধ্যমে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে সমাজের সর্বস্তরে সম্মিলিত প্রচেষ্টার বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।

ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com