আগামী মাসে আবারো মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() আগামী মাসে আবারো মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান দুই দেশের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ না হওয়ায় জাতীয় দলের খেলা দেখতে অপেক্ষা করতে হয় এসিসি কিংবা আইসিসি ইভেন্টের জন্য। এবার জাতীয় দলের বাইরেও দেখা হচ্ছে দুই দলের। সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সমন্বয়ে হংকংয়ে অনুষ্ঠিত হবে সিক্সেস টুর্নামেন্টে। এই আসরে ভারত, পাকিস্তান দুই দেশই অংশ নিচ্ছে। আগামী ৭ নভেম্বর হংকংয়ের টিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। মোট ১২ দল খেলবে এই টুর্নামেন্ট। ৫ ওভারের ম্যাচে খেলবেন ছয় ক্রিকেটার। আব্বাস আফ্রিদিকে অধিনায়ক করে এরই মধ্যে দল ঘোষণা করেছে পাকিস্তান। ভারতীয় দলের নেতৃত্ব দেবেন দিনেশ কার্তিক। ভারতের অধিনায়ক বলেন, ‘ভারতীয় দলের নেতৃত্ব দেওয়া আমার জন্য বড় সম্মানের। হংকং সিক্সেস এমন এক টুর্নামেন্ট, যার ইতিহাস ও মর্যাদা দুই-ই দারুণ সমৃদ্ধ। আমি চাই, আমরা এমন ক্রিকেট খেলি যা উপভোগ করবে প্রতিটি দর্শক—দুঃসাহসী, আনন্দমুখর ক্রিকেট।’ পুল এ: আফগানিস্তান, নেপাল, দক্ষিণ আফ্রিকা পুল বি: অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত পুল সি: ভারত, পাকিস্তান, কুয়েত পুল ডি: বাংলাদেশ, হংকং, শ্রীলঙ্কা ডেল্টা টাইমস্/আইইউ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |