গাজীপুরে রেলের জমি থেকে শতাধিক দোকানপাট উচ্ছেদ
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৫:০৯ পিএম

গাজীপুরে রেলের জমি থেকে শতাধিক দোকানপাট উচ্ছেদ

গাজীপুরে রেলের জমি থেকে শতাধিক দোকানপাট উচ্ছেদ

গাজীপুরে রেলওয়ের জমিতে অবৈধভাবে বসানো শতাধিক দোকান ঘর উচ্ছেদ করেছে জেলা প্রশাসন, গাজীপুর সিটি কর্পোরেশন ও রেলওয়ে বিভাগের লোকজন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। 

উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া তাবাসসুম, গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আল মামুন, অঞ্চল-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিশায় রিছিল, রেলওয়ে পুলিশ ও জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিশায় রিছিল বলেন, গাজীপুর শহরে প্রবেশদ্বার জয়দেবপুর রেলগেইটে প্রতিদিন অসহনীয় যানজটের সৃষ্টি হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করেন রেলক্রসিং সংলগ্ন রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে উঠা শতশত দোকানপাট মানুষের চলাচলে ব্যাঘাত সৃষ্টি করে এবং সড়কে যানজটের সৃষ্টি হয়। যার ফলে যৌথ অভিযান পরিচালনা করে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হচ্ছে। অভিযানের পর যেন ফের এ জমিতে অবৈধ দোকানপাট গড়ে উঠতে না পারে সে ব্যাপারেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

স্থানীয় বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ দোকানপাটের কারণে ঠিকমতো চলাফেরা করা কঠিন হয়ে যায়। প্রতিদিন এখানে চুরি ও ছিনতাই হয়। তাছাড়া সারাদিন সড়কের দুই পাশে শতশত হকার ভ্যানে করে সবজিসহ নানা সামগ্রী বিক্রি করে থাকে। বিশেষ করে বিকালে সড়ক ও ফুটপাত দিয়ে চলাচল করা মুশকিল হয়ে যায়। 

গাজীপুর আদালতের আইনজীবী সাইফুল ইসলাম বলেন, পুলিশ প্রতিদিন এসব হকার ও ভ্যান উচ্ছেদ করলেও মূহুর্তেই ফের ভ্যান সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা শুরু করে। এ যেন দেখার কেউ নেই।

এ উচ্ছেদ অভিযান যেন স্থায়ী হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য তিনি প্রশাসনের প্রতি অনুরোধ জানান।


ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com