প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশি হামলা, রাষ্ট্র সংস্কার আন্দোলনের নিন্দা
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৭:৩২ পিএম

প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশি হামলা, রাষ্ট্র সংস্কার আন্দোলনের নিন্দা

প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশি হামলা, রাষ্ট্র সংস্কার আন্দোলনের নিন্দা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ওপর পুলিশের বল প্রয়োগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। একইসঙ্গে সংগঠনটি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে সংহতি জানিয়ে বলেছে, প্রাথমিক শিক্ষকদের দাবি মানা না হলে দেশের শিক্ষা ব্যবস্থাকে কখনোই বৈশ্বিক মানে উন্নীত করা সম্ভব হবে না।

শনিবার (৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। এতে সই করেছেন সংগঠনের শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক অ্যাডভোকেট আবু আল রায়হান।

বিবৃতিতে বলা হয়েছে, সহকারী শিক্ষকদের দশম গ্রেডসহ অন্যান্য যৌক্তিক দাবিতে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশের সাউন্ড গ্রেনেড, টিআর সেল ও রাবার বুলেটে অনেক হতাহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ থেকে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া ঘটনাস্থল থেকে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।

বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এই ঘটনাকে ‘বিনা উস্কানিতে পরিচালিত ন্যক্কারজনক হামলা’ হিসেবে আখ্যা দিয়ে দোষী পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বুনিয়াদি শিক্ষার ভীত মজবুত না হলে দেশের শিক্ষা ব্যবস্থাকে কখনোই টেকসই ও মানসম্মত করা যাবে না। প্রাথমিক শিক্ষকদের জীবনমান উন্নয়ন ও আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা ছাড়া উন্নত শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন অসম্ভব।

এমন অবস্থায় রাষ্ট্র সংস্কার আন্দোলন শিক্ষকদের ন্যায্য আন্দোলনে ভবিষ্যতে সম্ভাব্য সব রকম সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। 


ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com