|
‘স্ত্রীর সঙ্গে নয়, নায়িকাদের সঙ্গে বেশি সময় কাটান গোবিন্দ’
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() ‘স্ত্রীর সঙ্গে নয়, নায়িকাদের সঙ্গে বেশি সময় কাটান গোবিন্দ’ নতুন সাক্ষাৎকারে সুনীতার মন্তব্য পিঙ্কভিলা’কে দেওয়া সাক্ষাৎকারে সুনীতা বলেন, ‘আপনাকে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে। যুবককালে মানুষ ভুল করতে পারে, আমি করেছি, গোবিন্দও করেছে। কিন্তু একটা নির্দিষ্ট বয়সের পর এই ভুলগুলো মানানসই নয়। আর যখন আপনার সুন্দর পরিবার, স্ত্রী এবং সুন্দর সন্তান রয়েছে, তখন কেন ভুল করবেন?’ গত একটি সাক্ষাৎকারে, গোবিন্দর সম্পর্ক নিয়ে গুঞ্জনের প্রসঙ্গে সুনীতা বলেন, ‘আমি বহুবার মিডিয়াকে বলেছি, আমি এটি শুনেছি। কিন্তু আমি নিজ চোখে না দেখলে বা তাকে হাতেনাতে ধরতে না পারলে কিছু বলতে পারব না। শুনেছি, এটি একজন মারাঠি অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক।’ সুনীতা আরও বলেন, ‘ও (গোবিন্দ) নায়ক। তিনি নায়িকাদের সঙ্গে বেশি সময় কাটান, স্ত্রীর সঙ্গে নয়। একজন স্টারের স্ত্রী হতে হলে আপনাকে খুবই দৃঢ় হতে হয়। আপনার হৃদয় পাথরের মতো শক্ত করতে হয়। ৩৮ বছরের দাম্পত্য জীবনের পর আমি এটি বুঝতে পেরেছি।’ তিনি স্বীকার করেন, গোবিন্দ ভালো ছেলে এবং ভাই, কিন্তু ‘ভালো স্বামী নন’, তাই পরবর্তী জীবনে গবিন্দকে স্বামী হিসেবে চাওয়া হবে না। গোবিন্দ-সুনীতার সম্পর্ক নিয়ে গুঞ্জন ফেব্রুয়ারি মাস থেকে গোবিন্দ ও সুনীতার বিচ্ছেদ নিয়ে গুঞ্জন চলছে। কয়েকটি সাক্ষাৎকারে ব্যক্তিগত তথ্য প্রকাশের পর এই গুঞ্জন আরও তীব্র হয়েছে। ইটাইমসের এক প্রতিবেদনে একটি সূত্র জানিয়েছে, ‘সুনীতা কয়েক মাস আগে বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছিলেন, কিন্তু এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই।’ কিছু রিপোর্টে বলা হয়েছে, কয়েক মাস আগে তারা পুনর্মিলিত হয়েছেন। গণেশ চতুর্থীর সময় দম্পতি একসঙ্গে মিডিয়ার সামনে ছবি তোলেন। সুনীতা স্পষ্ট করে বলেন, কোনো শক্তি তাদের আলাদা করতে পারবে না। গোবিন্দ ও সুনীতা আহুজা ১৯৮৭ সালের মার্চে বিবাহিত হন। তাদের মেয়ে টিনা ১৯৮৮ সালে জন্মগ্রহণ করে, আর ১৯৯৭ সালে তাদের ছেলে যশবর্ধন জন্ম নেয়। ডেল্টা টাইমস্/আইইউ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |