|
অধিনায়কত্ব ছেড়ে আবার দায়িত্ব নেওয়ার কারণ জানালেন শান্ত
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() অধিনায়কত্ব ছেড়ে আবার দায়িত্ব নেওয়ার কারণ জানালেন শান্ত তার আগে সোমবার (১০ নভেম্বর) সংবাদ সম্মেলনে এসে নতুন করে আবারও অধিনায়কত্ব নেওয়ার কারণ জানালেন শান্ত। তিনি বলেন, 'কিছু দিন অধিনায়ক ছিলাম না। ওই সময় রিল্যাক্স ছিলাম, উপভোগ করেছি। ভালো সময় কেটেছে। ক্রিকেট বোর্ড আমার সঙ্গে যেভাবে যোগাযোগ করেছে, সবার সঙ্গে সুন্দর আলোচনা হয়েছে। একটা সময় মনে হয়েছে, ব্যক্তি নাজমুল হোসেন শান্তর চেয়ে বাংলাদেশ দল অনেক বড়। আমার চিন্তা থেকে বড় চিন্তা হলো যে, আসলে বাংলাদেশ দলের কী প্রয়োজন।' শান্ত আরও যোগ করেন, 'যেখানে বাংলাদেশ ক্রিকেটের বোর্ডের এত বড় বড় কর্মকর্তা বা সাবেক ক্রিকেটার যারা বোর্ডে আছে, তারা যখন একটা পরামর্শ দিচ্ছেন, অবশ্যই এটা দলের ভালোর জন্য, আমার নিজের ভালোর জন্য। তাই ওই আলোচনাটাকে আমি পুরোপুরি সম্মান দিয়েছি। যদি এক কথায় বলি যে আমার মনে হয়েছে, ব্যক্তি নাজমুল হোসেন শান্ত থেকে বাংলাদেশ ক্রিকেট দলটা আগে রাখা উচিত। তাই আমি দলটাকে আগে রেখে আমি আবার এই সিদ্ধান্তে এসেছি।' শান্তর আশা তিন ফরম্যাটে ভিন্ন তিন অধিনায়ক থাকলেও সমস্যা হবে না কোনো, 'আমার মনে হয়েছিল (সমস্যা হবে)। এটা মনে হওয়ার পেছনে যথেষ্ট কারণও ছিল। তবে যেটা বললাম একটু আগে যে ক্রিকেট বোর্ডের সঙ্গে দারুণ আলোচনা হয়েছে। কী কী সমস্যা হতে পারে, কীভাবে সমাধান করতে পারি- সেই বিষয়গুলো নিয়ে আমরা খুবই ক্লিয়ার। আমি আশাবাদী যে, এই ধরনের কোনো সমস্যা হবে না।' 'ক্রিকেট বোর্ডের সঙ্গে সুন্দর আলাপ হয়েছে আমার। তো এই এই জিনিসগুলো যদি আসে, তারা পাশে থাকবেন, এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবেন। তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো, বাকি যে দুই অধিনায়ক আছে, তাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো। আমরা একসঙ্গে বসে আলোচনা করেছি যে, দলটাকে কীভাবে আমরা এগিয়য়ে নিয়ে যেতে পারি, কী কী জায়গায় আমাদের উন্নতি দরকার আছে।' ডেল্টা টাইমস্/আইইউ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |