জকসু নির্বাচনে ছাত্রদল–ছাত্র অধিকার জোটের ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল ঘোষণা ‎ ‎
জবি প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৫:১৮ পিএম আপডেট: ১৭.১১.২০২৫ ৫:৩২ পিএম

জকসু নির্বাচনে  ছাত্রদল–ছাত্র অধিকার জোটের ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল ঘোষণা

‎
‎‎‎বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা হওয়ার পর প্রথমবার অনুষ্ঠিত হতে যাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। প্যানেলের নাম দেয়া হয়েছে 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান'।

‎‎সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনের নিচতলায় এই প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

‎‎শাখা ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাংস্কৃতিক অঙ্গনের শিক্ষার্থীদের সমন্বয়ে এ প্যানেল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি পদে লড়বেন শাখা ছাত্র অধিকার সভাপতি একেএম রাকিব এবং জিএস পদে লড়বেন জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সাইবার নিরাপত্তা আইনে কারাভোগ করা খাদিজাতুল কুবরা।

‎‎এছাড়া ২১ সদস্যের এ প্যানেলে সহ-সাধারণ সম্পাদক পদে বিএম আতিকুর রহমান তানজিল, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে অনিক কুমার দাস, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে নুসরাত চৌধুরি জাফরিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মো: মাসফিকুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আল শাহরিয়ার শাওন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে অর্ঘ্য শ্রেষ্ঠ দাস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে অপু মুন্সী (ছাত্র অধিকার), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তাকরিম আহমেদ, ক্রীড়া সম্পাদক পদে মোঃ কামরুল হাসান নাফিস, পরিবহন সম্পাদক পদে মাহিদ হাসান, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে মোঃ আনন বিন রহমান, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে রিয়াসাল রাকিব মনোনীত হয়েছেন।

‎এছাড়াও ৭টি নির্বাহী সদস্য পদের মধ্যে ৬টি পদের নাম ঘোষণা করেন রাকিবুল ইসলাম রাকিব। একটি নির্বাহী সদস্য পদের নাম পরে ঘোষণা করবেন জানিয়ে ৬টি নির্বাহী সদস্য পদে ইমরান হাসান ইমন, সাদমান সাম্য, সুলতান মাহমুদ শুভ, মনিরুজ্জামান মনির, তৌহিদুল ইসলাম তামিম, আরিফুল ইসলাম আরিফের নাম ঘোষণা করেন তিনি। এসময় একটি সদস্য পদে প্রার্থীর নাম পরবর্তীতে জানানো হবে বলে জানানো হয়।

‎‎এরমধ্যে তাকরিম আহমেদ, অর্ঘ্য শ্রেষ্ঠ দাস ও আল শাহরিয়ার শাওন কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয় বলে জানা যায়।

‎প্যানেল ঘোষণার সময় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, নির্বাচনে 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান' নামে প্যানেল ঘোষণা করছি। বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা হওয়ার পর এটি জবির প্রথম জকসু নির্বাচন। শহিদ সাজিদের আত্মত্যাগ আমাদের অনুপ্রাণিত করে। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই সুন্দর পরিবেশ পেয়েছি তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। আসন্ন জকসু নির্বাচনের বহু মত থাকবে। আশা করি এই প্যানেল জয়ী হলে তারা দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সম্পন্ন, ক্যাফেটেরিয়ায় খাবারের দাম কমানোসহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করবে। এই প্যানেল জয়ী হলে শিক্ষার্থীদের মুখপাত্র হিসেবে কাজ করবে।

‎এছাড়া এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, সহ-সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিত, জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব শামসুল আরেফিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার, মোস্তাফিজুর রহমান রুমি, ছাত্র অধিকারের জবি শাখার সাধারণ সম্পাদক রায়হান হাসান রাব্বি'সহ ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদের অন্যান্য নেতাকর্মীরা।

‎‎প্যানেল ঘোষণার পর প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে জকসু নির্বাচন কমিশনের কার্যালয়ে যান।


ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com