হোয়াটসঅ্যাপে এখন চ্যাট করা যাবে নম্বর ছাড়াই
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৫:২৯ পিএম

হোয়াটসঅ্যাপে এখন চ্যাট করা যাবে নম্বর ছাড়াই

হোয়াটসঅ্যাপে এখন চ্যাট করা যাবে নম্বর ছাড়াই

জনপ্রিয় তাত্‍ক্ষণিক বার্তাবাহক (ইনস্ট্যান্ট মেসেজিং) অ্যাপ হোয়াটসঅ্যাপ পরিবারিক বার্তা থেকে শুরু করে অফিস যোগাযোগ—সব ক্ষেত্রেই সংযুক্ত থাকার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতে সংস্থাটি নিয়মিত নতুন বৈশিষ্ট্য নিয়ে আসে। এখন হোয়াটসঅ্যাপ তাদের ব্যবহারকারীদের জন্য আরেকটি নতুন বৈশিষ্ট্য আনতে চলেছে। হোয়াটসঅ্যাপ খুব শিগগিরই ব্যবহারকারীদের চ্যাট করার পদ্ধতি বদলে দিতে চলেছে—ফোন নম্বর ছাড়াই চ্যাট করা সম্ভব হবে। এই বৈশিষ্ট্য চালুর ফলে হোয়াটসঅ্যাপ বার্তা পাঠানো আগের চেয়ে আরও নিরাপদ ও সহজ হবে।

হোয়াটসঅ্যাপের বৈশিষ্ট্য নজরে রাখে যে ওয়েবসাইট, সেই ডাব্লিউএবিবিটাঅইনফো (WABetaInfo) এই আসন্ন বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য দিয়েছে। ২০২৬ সাল থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য একটি দুর্দান্ত সুবিধা আসছে—বিশ্বজুড়ে মানুষ নিজের ফোন নম্বর প্রকাশ না করেই চ্যাট করতে পারবে। বার্তা পাঠানোর জন্য থাকবে ব্যবহারকারীর নাম (ইউজারনেম), নম্বর দেখা যাবে না।

বর্তমানে হোয়াটসঅ্যাপে কেউ কারও সঙ্গে কথা বললে দুজনেই একে অপরের মোবাইল নম্বর দেখতে পায়। নতুন বৈশিষ্ট্যটি তাদের জন্য কার্যকর হবে যারা নিজের মোবাইল নম্বর শেয়ার করতে চান না।

বৈশিষ্ট্যটি ঐচ্ছিক হবে


এই বৈশিষ্ট্য সম্পূর্ণ ঐচ্ছিক—ব্যবহারকারীরা চাইলে তাদের মোবাইল নম্বর অথবা শুধু তাদের ব্যবহারকারীর নাম প্রদর্শন করতে পারবেন। সংস্থার মতে, এটি গোপনীয়তা আরও উন্নত করবে। প্রতিবেদন অনুযায়ী, বৈশিষ্ট্যটি বর্তমানে পরীক্ষামূলক (বিটা) পর্যায়ে রয়েছে এবং আগামী বছর সাধারণ ব্যবহারকারীদের জন্য চালু করা হবে।

পাসকি সুবিধা আসছে: আরও সুরক্ষিত ব্যাকআপ

এর পাশাপাশি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য পাসকি সুবিধাও নিয়ে আসছে, যা বার্তা সংরক্ষণ (ব্যাকআপ) আরও নিরাপদ করবে। এতে আর দীর্ঘ পাসওয়ার্ড বা জটিল ৬৪-সংখ্যার পাসওয়ার্ড মনে রাখার প্রয়োজন হবে না। আঙুলের ছাপ, মুখ চিনতে পারা ব্যবস্থা (ফেস রেকগনিশন) বা পর্দা তালা (স্ক্রিন লক) দিয়েই এই কাজ সহজেই করা যাবে। এই বৈশিষ্ট্য আগামী সপ্তাহ এবং পরবর্তী কয়েক মাসে ধাপে ধাপে সবার কাছে পৌঁছবে।

এই বৈশিষ্ট্য চালু হওয়ার আগে কেউ যদি গুগল ড্রাইভ বা আইক্লাউডে বার্তা ব্যাকআপ এনক্রিপ্ট করতে চাইতেন, তবে আলাদা একটি পাসওয়ার্ড বা চাবি তৈরি করতে হত। পাসওয়ার্ড ভুলে গেলে ব্যাকআপ ফিরিয়ে আনা অসম্ভব ছিল। কিন্তু এখন পাসকি-নির্ভর এনক্রিপশন সব কিছু সহজ করে দেবে।

এটি সরাসরি ফোনের জৈবিক সুরক্ষার (বায়োমেট্রিক) সঙ্গে যুক্ত থাকে। ব্যাকআপ তালা খোলা বা বন্ধ করতে শুধু একটি ট্যাপ বা মুখ চিনে নেওয়ার ভঙ্গি (জেসচার) যথেষ্ট। যেহেতু হোয়াটসঅ্যাপের প্রান্ত-থেকে-প্রান্ত সুরক্ষা (এন্ড-টু-এন্ড এনক্রিপশন) আগেই অত্যন্ত শক্তিশালী।

ফলে ব্যাকআপ সম্পূর্ণ ব্যক্তিগত থাকবে—ফোন চুরি হলেও, এমনকি নতুন ফোন নেওয়া হলেও। 

হোয়াটসঅ্যাপ বলছে, এটি নিশ্চিত করবে যাতে ব্যবহারকারীদের স্মৃতিতে থাকা জিনিস, যেমন ছবি, ভয়েস নোট ও গুরুত্বপূর্ণ কথোপকথন সবসময়ই নিরাপদ থাকে।


ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com