আর্থিকখাতে ডিআরইউর বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন শাখাওয়াত প্রিন্স
ডেল্টা টাইমস্ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৫:৪৪ পিএম

আর্থিকখাতে ডিআরইউর বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন শাখাওয়াত প্রিন্স

আর্থিকখাতে ডিআরইউর বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন শাখাওয়াত প্রিন্স

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছেন ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের স্টাফ রিপোর্টার শাখাওয়াত প্রিন্স। ‘A company with a table, two chairs even got crores of loan: How IFIC was fleeced of Tk7,129cr’ শিরোনামে প্রতিবেদনের জন্য তিনি এ পুরস্কার পান।

জানা গেছে, তিনি আর্থিক খাত ( ব্যাংক, বিমা, পুঁজিবাজার) ক্যাটাগরিতে যৌথভাবে বেস্ট রিপোর্টার হিসেবে বিজয়ী হন।

রোববার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানে ‘নগদ-ডিআরইউ-বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ প্রিন্সের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, নগদের চেয়ারম্যান কায়জার আহমেদ চৌধুরী ও প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ।

জানা গেছে, ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৫’-এ ২৪টি বিভাগে বিপুল সংখ্যক আবেদন জমা পড়ে। এর মধ্যে ২০২৪ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ৩০ অক্টোবর পর্যন্ত প্রকাশিত ও সম্প্রচারিত বিপুল সংখ্যক আবেদন থেকে বাছাই করা হয় সেরা ২৬টি প্রতিবেদন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুরিবোর্ডের প্রধান শামসুল হক জাহিদ। এছাড়া বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ ও আমার দেশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরীসহ জুরিবোর্ডের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন। স্বাগত বক্তব্য দেন ডিআরইউর সাধারণ মাইনুল হাসান সোহেল।

পুরস্কারের জন্য গঠিত ১০ সদস্যের জুরি বোর্ডের সভাপতিত্ব করেন ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com