|
ফ্যাসিস্টের দোসর বনানীকে অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম সাংবাদিকদের
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() . এর প্রতিবাদে নিপীড়ন বিরোধী সাংবাদিক জোট রোববার (৯ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ৪৮ ঘণ্টার মধ্যে জিডি প্রত্যাহার এবং বনানী বিশ্বাসকে তার কর্মস্থল থেকে প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। সমাবেশে বাংলাদেশ সচিবালয় রিপোর্টার্স ফোরাম,রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব অ্যালামনাই অ্যাসোসিয়েশন, নাটোর জেলা সাংবাদিক সমিতি প্রভৃতি সংস্থা অংশগ্রহণ করে। বক্তারা বলেন, বনানী বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত সংবাদ প্রকাশের পর প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাকে ডিসি পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে স্থানান্তর করা হয়। পরে সংবাদ প্রকাশের প্রতিশোধ হিসেবে সাংবাদিক শামছুল ইসলামের উপর জিডি দায়ের করা হয়েছে। জিডিতে করা অভিযোগগুলো বানোয়াট, ভিত্তিহীন এবং সাংবাদিকতার স্বাধীনতায় হস্তক্ষেপমূলক। সাংবাদিক নেতারা আরও জানান, সংবাদ প্রকাশ একজন সাংবাদিকের পেশাগত দায়িত্ব। বনানী বিশ্বাস তার সংবাদের প্রতি ক্ষুব্ধ হলে নিয়ম অনুযায়ী পত্রিকায় প্রতিবাদলিপি বা প্রেস কাউন্সিলে অভিযোগ করতে পারতেন, কিন্তু তিনি উল্টো পথে গেছেন। সাংবাদিকরা ৪৮ ঘণ্টার মধ্যে জিডি প্রত্যাহার ও বনানী বিশ্বাসের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা দাবি করেছেন এবং প্রধান উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। প্রসঙ্গত, গত ৩০ জুলাই নয়া দিগন্তে বনানী বিশ্বাসের অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের ২৫ দিন পর, ২৫ আগস্ট তাকে ডিসি পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে স্থানান্তর করা হয়। এরপর তার বিরুদ্ধে অভিযোগের আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়। ডেল্টা টাইমস/সিআর
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |