|
হবিগঞ্জে ৯ পুলিশ পরিদর্শকের বদলিজনিত বিদায় সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ:
|
![]() হবিগঞ্জে ৯ পুলিশ পরিদর্শকের বদলিজনিত বিদায় সংবর্ধনা রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জের পুলিশ সুপার মহোদয়। এ সময় পুলিশ সুপার বিদায়ী কর্মকর্তাদের পেশাগত সততা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন এবং তাঁদের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন। তিনি বলেন, দায়িত্ব পালনে তাঁদের অবদান হবিগঞ্জ জেলা পুলিশ চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে। বিদায়ী পুলিশ কর্মকর্তারাও হবিগঞ্জে দায়িত্ব পালনকালে পাওয়া সহযোগিতা ও আন্তরিকতার জন্য জেলা পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। ডেল্টা টাইমস/মোহাম্মদ আলী/সিআর/এমই |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |