কুড়িগ্রাম-২ ও ৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী সাফিউর
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১০:০৪ এএম

কুড়িগ্রাম-২ ও ৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী সাফিউর

কুড়িগ্রাম-২ ও ৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী সাফিউর

কুড়িগ্রাম-২ (সদর-রাজারহাট ও ফুলবাড়ী) ও কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ড. মো. সাফিউর রহমানের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। 

এরই পরিপ্রেক্ষিতে শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং: ১৫৩/২০২৬ এর আদেশ অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এ সময় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণ দেবনাথের সভাপতিত্ব করেন।

এর আগে গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) হাইকোর্ট বেঞ্চ রিট আবেদন শুনানি শেষে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে তাকে প্রতীক বরাদ্দের নির্দেশ দেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মনোনয়নপত্র জমাদানের নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে না পারায় তা গ্রহণ করা হয়নি। পরে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট আবেদন দাখিল করেন এই প্রার্থী। বৃহস্পতিবার তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে হাইকোর্ট।

বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট ড. মো. সাফিউর রহমান বলেন, কুড়িগ্রাম-২ ও ৩ আসনের মানুষের জীবনমান উন্নত করার লক্ষ্যে আমি নির্বাচনে অংশ নিচ্ছি। মাঠে নেমে জনগণের সহায়তা এবং শুভকামনা প্রত্যাশা করছি।

জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, হাইকোর্টে আদেশ পাওয়ার পর তার মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা কর হয়েছে।

প্রসঙ্গত, অ্যাডভোকেট ড. মো. সাফিউর রহমানে প্রার্থিতা বৈধ ঘোষণা করায় এ নিয়ে কুড়িগ্রামের ৪টি আসনে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়াল ২৮জন।


ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]