আমদানি ও নতুন সরবরাহে হিলিতে পেঁয়াজের বাজারে ধস
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৭:২৯ পিএম

আমদানি ও নতুন সরবরাহে হিলিতে পেঁয়াজের বাজারে ধস

আমদানি ও নতুন সরবরাহে হিলিতে পেঁয়াজের বাজারে ধস

ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকা এবং দেশি নতুন পেঁয়াজের সরবরাহ বাড়ায় দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম কমেছে। এক সপ্তাহের ব্যবধানে স্থানীয় বাজারে দেশি পেঁয়াজের দাম কেজিপ্রতি ১০ টাকা কমেছে। তবে দাম কমলেও মান ভালো না থাকায় ভারতীয় পেঁয়াজের প্রতি ক্রেতাদের আগ্রহ কম বলে জানিয়েছেন বিক্রেতারা।

হিলি বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি দেশি মুড়িকাটা পেঁয়াজ ৪০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে ছিল ৫০ টাকা। অন্যদিকে ভারতীয় পেঁয়াজ ৩০ টাকা কেজিতে পাওয়া গেলেও অধিকাংশ পেঁয়াজে কলি গজানো থাকায় এর চাহিদা কম। সরবরাহ পর্যাপ্ত থাকায় অধিকাংশ দোকানেই এখন দেশি পেঁয়াজের আধিক্য দেখা যাচ্ছে।

ব্যবসায়ীরা জানান, নতুন করে আমদানির অনুমতি (আইপি) না দেওয়া হলেও পুরোনো আইপির বিপরীতে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত ভারত থেকে পেঁয়াজ আমদানি চলবে। ফলে বাজারে আমদানিকৃত পেঁয়াজের পর্যাপ্ত মজুদ রয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের মোকামগুলোতে নতুন মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ গত সপ্তাহের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা আবুল হাসনাত বলেন, মোকামগুলোতে প্রতিদিনই পেঁয়াজের দাম কমছে। দেশের বিভিন্ন এলাকায় কৃষকরা ক্ষেত থেকে পেঁয়াজ উত্তোলন শুরু করায় বর্তমানে বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বেশি।

সংশ্লিষ্টদের মতে, দেশি পেঁয়াজের ভরা মৌসুম চলায় সামনের দিনে ভারত থেকে আমদানি বন্ধ হলেও বাজারে পেঁয়াজের দাম বাড়ার আশঙ্কা কম।


ডেল্টা টাইমস্/তাছির উদ্দিন বাপ্পি/সিআর/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : [email protected], [email protected]