|
নির্বাচনে সাংবাদিক কার্ড বিতরণ হবে আগের নিয়মে
নিজস্ব প্রতিবেদক:
|
![]() নির্বাচনে সাংবাদিক কার্ড বিতরণ হবে আগের নিয়মে আগের নিয়ম অনুযায়ী সরাসরি আবেদন করেই কার্ড সংগ্রহ করা যাবে। এই ব্যবস্থায়
সাংবাদিকদের জন্য আবেদন প্রক্রিয়া সহজ হবে এবং কার্ড বিতরণও পূর্বের মতোই
সম্পন্ন হবে। কমিশন আশা করছে, এভাবে সাংবাদিকরা নির্বাচন কাভার করতে সুবিধা
পাবেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকালে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিক নেতারা জানান, আগামী রোববার (১ ফেব্রুয়ারি) পর্যন্ত সমস্যার সমাধান না হলে তারা নির্বাচনে সংবাদ সংগ্রহ ও কাভারেজে কঠোর পদক্ষেপ নিতে পারেন। রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি কাজী জেবেল বলেন, “সাংবাদিক নীতিমালা সংশোধনের দাবি দীর্ঘদিনের। একাধিকবার আলোচনা করা হলেও এখন পর্যন্ত নীতিমালার সংশোধন হয়নি।” ডেল্টা টাইমস্/সিআর/আইইউ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |