তরুণ সংগীতশিল্পী পৃথ্বী রাজ আর নেই
|
![]() তরুণ সংগীতশিল্পী পৃথ্বী রাজ আর নেই তরুণ সংগীত পরিচালক পৃথ্বীরাজ আর নেই। আজ রোববার রাজধানীর ধানমন্ডির নিজ স্টুডিওতে তার মৃত্যু হয়। পৃথ্বীরাজের ঘনিষ্ঠ বন্ধু গীতিকার যাযাবর রাসেল তার মৃত্যুর বিষয়টি জানান।পৃথ্বী রাজের ভাই ঋতু রাজ তার ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে জানান, ধানমন্ডিতে নিজের স্টুডিওতে পৃথ্বী রাজের নিথর দেহ পড়ে থাকতে দেখেন তারা। দ্রুত রাজধানীর সিটি হসপিটালে নিয়ে গেলে রোববার ভোর সাড়ে ৪টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। একইরকম বার্তা দিয়েছেন পৃথ্বী রাজের ঘনিষ্ঠ কয়েকজন। গণমাধ্যমকে তারা বলেন, শনিবার রাত ১০টার দিকে পৃথ্বী ধানমন্ডিতে নিজের স্টুডিওতে যান। রাত সাড়ে ১২টা পর্যন্ত দরজা খোলেননি তিনি। কক্ষের ভেতরে কোনো তার সাড়াশব্দও পাওয়া যায়নি। বিষয়টিতে আতঙ্কিত হয়ে তার পরিবারকে খবর দেয়া হয়। খবর পেয়ে স্বজনরা দ্রুত স্টুডিওতে হাজিন হস। অনেকবার ডাকাডাকির পরও ভেতর থেকে সাড়া না মেলায় দরজা ভাঙেন তারা। দেখা যায়, স্টুডিওর ভেতরে নিথর অবস্থায় পড়ে আছেন পৃথ্বী রাজ। নানা গুণে গুণান্বিত একজন তরুণ উদীয়মান শিল্পী ছিলেন পৃথ্বী রাজ। আরজে ও সংগীতশিল্পী রেহানের কণ্ঠে ‘আমার এই বাজে স্বভাব কোনদিন যাবে না’ গানের সংগীত পরিচালক ছিলেন পৃথ্বীরাজ। গত বছর গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। পৃথ্বীরাজ বেসরকারি এফএম রেডিও এবিসি’তে কর্মরত ছিলেন। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |