এমন মন্তব্য করা উচিত হয়নি: ইমরুল কায়েস
|
![]() এমন মন্তব্য করা উচিত হয়নি: ইমরুল কায়েস বঙ্গবন্ধু বিপিএলের প্রথম ম্যাচে সিলেট থান্ডারের বিপক্ষে ৩৮ বলে ৬১ রানের দারুণ একটি ইনিংস খেলে ম্যাচ সেরা নির্বাচিত হন ইমরুল। পরবর্তীতে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নে ইমরুল জানান ‘বিখ্যাত হলে সমালোচনা হবেই’ দুই দিন আগে এমন মন্তব্য করে সমালোচনায় পড়তে হয়েছে ইমরুল কায়েসকে। গতকাল রংপুর রেঞ্জার্সের বিপক্ষে ম্যাচ শেষে জিটিভির উপস্থাপককে দেয়া সাক্ষাৎকারে ইমরুল বলেন; “আসলে ওটা (বিখ্যাত মন্তব্য করা) আমি বলেছি এক ভাবে। সাংবাদিকরা বুঝেছে আরেক ভাবে। তারপরেও আমার এমন মন্তব্য করা উচিত হয়নি।” সাংবাদিকদের প্রশ্নে ছিল ইমরুল অফ ফর্মে আছে! কিন্তু ইমরুল মানতে নারাজ তিনি অফফর্মে। তার মতে; “আমি কিভাবে অফ ফর্মে থাকি? আমি কিন্তু শুধু ভারত সিরিজেই রান পাইনি। এর আগে ঘরোয়াতে রান করেছি নিয়মিত। এখন একটা সিরিজে খারাপ করে অফ ফর্মে যাই কীভাবে?” |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |