|
সাদুল্লাপুরে মানববন্ধন
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধিঃ
|
![]() গাইবান্ধার সাদুল্লাপুরে মমিনা বেগমের নৃসংসভাবে হত্যার কারনে হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে। রবিবার ( ১৫ ডিসেম্বর) সকালে উপজেলার পাবলিক লাইব্ররী এন্ড ক্লাব চত্বরে এলাকাবাসী এ মানববন্ধন করে। এ সময় মামলার প্রধান আসামি উপজেলার চিকনী গ্রামের আঃ হাই, আঃ বারি ওরফে সাদা মিয়া হত্যাকারীদের ফাঁসির দাবি জানানো হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা নাগরিক কমিটির সভাপতি আবুল বাশার মোঃ হান্নান পিন্টু,মামুন আজমী, সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা,ইমদাদুল,আলামিন, সৈয়দ আলী,রেবা বেগম প্রমুখ । এতে বিভিন্ন শ্রেণী-পেশার মাজনুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, হাই ও বারিসহ তার লোকজন প্রকাশ্যে সাদুল্লাপুর বেগমকে পিটিয়ে ও ছুরির দিয়ে হত্যা করেছেন। আসামিরা বাড়িঘর ভাঙচুরসহ বাদীকে হত্যার হুমকি দিচ্ছেন। দ্রুত আসামিদের বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানানো হয়। মানববন্ধন চলাকালে পরিবেশ শান্ত করার জন্য সাদুল্লাপুর থানার ইনচার্জ মাসুদ রানা বলেন, জমি সংক্রান্ত জেরে প্রতিপক্ষের উপর্যুপরি ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মমিনার মৃত্যু হওয়ায় ও তার বাড়িতে লুটপাটসহ অগ্নিযোগের অভিযোগে একটি মামলা হয়েছে।আসামিদের আটকের জন্য চেষ্টা অব্যাহত আছে।আপনারা আমাদেক সহযোগিতা করেন আমরা আশা করছি দ্রুত আসামীকে ধরতে পারবো। উল্লেখ্যঃ চিকনী গ্রামের মৃত নজির উদ্দিন আকন্দের ছেলে মুছা আলী আকন্দের সঙ্গে একই গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে আজহার আলীর দীর্ঘদিন ধরে জমিজমার মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিলো। সম্প্রতি জমিটি এমদাদুল হক দখলে নেয়। এরই জেরে বৃহস্পতিবার রাতে মুছা আলী আকন্দ তার লোকজন নিয়ে এমদাদুলের বাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও লুটপাট করে। এতে বাধা দিতে গিয়ে এমদাদুলের স্ত্রী মমিনা বেগমকে (৪০) উপর্যপুরি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আরো ২ জন গুরুত্বর আহত হয়। পরে থানা পুলিশ খবর পেয়ে গৃহবধূ মমিনা বেগমের মরদেহ উদ্ধার করে। মুছা আলীর পরিবারের লোকজন জানায়, ক্রয় সূত্রে জমির মালিক আমরা। জোরপূর্বক ভাবে জমিটি দখলে নেয় এমদাদুল হক।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |