‘প্রাণের শহর নড়াইল’ এর উদ্যোগে ফটো প্রতিযোগিতা
নড়াইল প্রতিনিধি
|
![]() ‘প্রাণের শহর নড়াইল’ এর উদ্যোগে ফটো প্রতিযোগিতা তারুণ্যের সংগঠন ‘প্রাণের শহর নড়াইল’ এর উদ্যোগে পরিবেশ-প্রকৃতি বিষয়ক ফটো প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে শহরের রূপগঞ্জ এলাকায় বিজয়ীদের হাতে পুরষ্কার ও সনদপত্র তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ ফয়সাল মুস্তারী, ‘প্রাণের শহর নড়াইল’ এর উদ্যোক্তা কে এম রাহাত নেওয়াজ, এডমিন মোনালিসা নিতু, স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মির্জা গালিব সাংবাদিক ফরহাদ খান প্রতিযোগিতায় প্রথম হয়েছে-শিশুদের নৌকা, দ্বিতীয় বৃষ্টিভেজা প্রকৃতি এবং তৃতীয় স্থান অর্জন করেছে নড়াইলের ঐহিত্যবাহী বাঁধাঘাটের ছবি। ![]() ‘প্রাণের শহর নড়াইল’ এর উদ্যোগে ফটো প্রতিযোগিতা আয়োজকরা জানান, তরুণদের সৃজনশীল ও ইতিবাচক কাজে অনুপ্রাণিত করতে এই ফটো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ফেসবুক গ্রুপে গত ২০ থেকে ২৫ আগস্ট পর্যন্ত ফটো আহবান করা হয়। এতে ২০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। ![]() ‘প্রাণের শহর নড়াইল’ এর উদ্যোগে ফটো প্রতিযোগিতা ডেল্টা টাইমস্/মির্জা মাহামুদ রন্টু/এম আর/সিআর/জেড এইচ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |