শীর্ষ ৫০ চিন্তাবিদের তালিকায় স্থপতি মেরিনা তাবাসসুম
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
বিশ্বের শীর্ষ ৫০ চিন্তাবিদের তালিকায় বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুমের নামও রয়েছে। তালিকায় কেরালার স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজা ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডানের পরেই তিন নম্বরে মেরিনার অবস্থান। ![]() ছবি: সংগৃহীত প্রসপেক্টাস বলছে, তাদের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে ভবন নির্মাণের পুরোভাগে থেকে এই বাংলাদেশি স্থপতি সেই সব নকশার চ্যালেঞ্জগুলোকে গ্রহণ করেছেন, যা এই গ্রহে আমরা সম্মিলিতভাবে করার চেষ্টা করছি। তিনি এক বাস্তব সমস্যার দিকে মনোনিবেশ করেছেন। আর সেটি হলো জলবায়ু পরিবর্তন। এর ফলে পানির উচ্চতা বৃদ্ধি পেলে সে উপযোগী ঘরবাড়ি তৈরির নকশা করেছেন। রাজধানী ঢাকাতে তিনি বাইত-উর-রউফ মসজিদের নকশা করেছেন। উল্লেখ্য, ২০১৬ সালে মসজিদের নকশার জন্য তিনি সম্মানজনক আগা খান পুরস্কার পান। সুলতানি আমলের স্থাপত্যের আদলে নকশাকৃত বাইত-উর-রউফ নামের মসজিদটি নির্মিত হয় ২০১২ সালে। ডেল্টা টাইমস্/এম আর/সিআর/জেড এইচ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |