এবারও হতাশায় মাঠ ছাড়লো জার্মানি
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() এবারও হতাশায় মাঠ ছাড়লো জার্মানি সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়ে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল বটে; তবে দ্বিতীয়ার্ধে গোল হজম করে আবারও মূল্যবান দুটি পয়েন্ট হারানোর হতাশায় মাঠ ছাড়ে জার্মানি। রোববার (৬ সেপ্টেম্বর) বাসেলের সেন্ট জ্যাকব পার্কে উয়েফা নেশন্স লিগে ‘এ’ লিগের ৪ নম্বর গ্রুপের ম্যাচটি ১-১ ড্র হয়। তিন দিন আগে আসরের উদ্বোধনী দিনে ঘরের মাঠে স্পেনের বিপক্ষে যোগ করা সময়ের শেষ দিকে গোল খেয়ে ১-১ ড্রয়ে মাঠ ছেড়েছিল জার্মানি। প্রতিযোগিতাটির দুই আসর মিলে এই নিয়ে ছয় ম্যাচ খেলে জয়শূন্যই রইল দলটি। ডেল্টা টাইমস্/এম আর/সিআর/জেড এইচ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |