গাঁজার প্রচন্ড নেশা ছিল সুশান্তের
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
গাঁজার প্রচন্ড নেশা ছিল সুশান্তের বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের গাঁজার প্রচন্ড নেশা ছিল। তিনি নিয়মিতই এই নেশাদ্রব্যটি খেতেন বলে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) গোয়েন্দাদের জানিয়েছেন অভিনেতার ফ্ল্যাটের রাঁধুনি দীপেশ সাবন্ত। ![]() গাঁজার প্রচন্ড নেশা ছিল সুশান্তের এনসিবির কাছে দীপেশ জানান, ‘২০১৮ সালের সেপ্টেম্বরে সুশান্তের বাড়িতে কাজ করতে এসেছিলাম। এর দুই-তিন দিনের মধ্যেই সুশান্তকে গাঁজা আর চরস খেতে দেখেছিলাম। একদিন অশোক ভাইকে (সুশান্তের আরেক রাঁধুনি) জিজ্ঞাসা করেছিলাম, স্যার গাঁজা খান? অশোক বলেছিলেন, ‘হ্যাঁ’। এছাড়াও দীপেশ জানিয়েছেন, আব্বাস খালুই নামে এক ব্যক্তি সুশান্তের জন্য গাঁজা আর চরসের নেশার তোড়জোড় করছিলেন। তাদের দুজনকে একসঙ্গে নেশা করতেও দেখেছেন তিনি। উল্লেখ্য, দীপেশ মুম্বাইয়ের অভিজাত মহলে সরবরাহের জন্য মাদক সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্য। অন্যদিকে, রবিবার সুশান্তের বান্ধবী রিয়াকেও জিজ্ঞাসাবাদ করেছে এনসিবি। ডেল্টা টাইমস্/এম আর/সিআর/জেড এইচ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |