|
রিয়ার মাদক সরবরাহকারী সাইফ কন্যা সারা
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
|
বলিউড অভিনেতা সুশান্তের আত্মহত্যার পরই মাদককান্ডে তোলপাড় বলিউড পাড়া। চক্রবর্তীর নাম। কয়েকদফা জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারও করা হয় তার প্রেমিকা রিয়াকে। এবার মাদককান্ডে সরবরাহকারী হিসেবে নাম শোনা যাচ্ছে সাইফ আলি খানের কন্যা সারা আলি খানের। ভারতীয় গণামাধ্যম জি২৪ নিউজ এ খবর প্রকাশ করেছে। ![]() রিয়ার মাদক সরবরাহকারী সাইফ কন্যা সারা জিজ্ঞাসাবাদে রিয়া দাবি করেন, সাইফ কন্যা সারা নিয়মিত মাদক সেবন করেন। সেইসাথে তার রয়েছে মাদককারবারীদের সাথে যোগাযোগও। রিয়ার এমন বক্তব্যের পরই সারাকে নিয়ে নড়েচড়ে বসে দেশটির মাদক নিয়ন্ত্রণ অধিদফতর। এমনকি- সারাকে জিজ্ঞাসাবাদও করা হতে পারে বলে জানা যায়। রিয়া জানান, রিয়া যে মাদককারবারীর কাছ থেকে মাদক সংগ্রহ করতো তার সাথে সংযোগ রয়েছে সারা আলি খানেরও। এমনকি সারার কাছ থেকেও সরাসরিও মাদক সংগ্রহ করতেন রিয়া। উল্লেখ্য, সারার পরিচিত মাদককারবারীর কাছ থেকে মাদক সংগ্রহ করে, তা সুশান্তের জন্য নিয়ে যেতেন রিয়া। ডেল্টা টাইমস্/এম আর/সিআর/জেড এইচ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |