|
করোনায় একদিনে মৃত্যু আরও ৪ হাজার
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
|
গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও চার হাজার ৩শ’ মানুষের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ লাখ ৩২ হাজার ৩৭৯ জন। এছাড়া একদিনে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে দু’লাখ ৪০ হাজারের বেশি। এতে করে মোট শনাক্তের সযখ্যা ২ কোটি ৯৪ লাখ ৩২ হাজার ৮৭৮ জনে। ![]() করোনায় একদিনে মৃত্যু আরও ৪ হাজার দিনের সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয়েছে ভারতে। সোমবার নতুনভাবে এক হাজারের বেশি প্রাণহানি রেকর্ড হওয়ায়, দেশটিতে মৃতের সংখ্যা ৮১ হাজার ছুঁইছুঁই। ৮২ হাজার নতুন সংক্রমণ শনাক্তে মোট আক্রান্ত ৪৯ লাখ ২৭ হাজার। একদিনে সাড়ে ৪শ’ করে মৃত্যু রেকর্ড করেছে ব্রাজিল-যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৯৯ হাজারের মতো। আক্রান্ত সাড়ে ৬৭ লাখ। ব্রাজিলে এ পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৩২ হাজারের বেশি মানুষ। আক্রান্ত সাড়ে ৪৩ লাখ। উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাসে সবমিলিয়ে মৃতের সংখ্যা ৯ লাখ ৩২ হাজারের বেশি। আক্রান্ত ২ কোটি ৯৪ লাখের বেশি মানুষ। ডেল্টা টাইমস্/এম আর/সিআর/জেড এইচ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |