ট্রেনের বগি লাইনচ্যুত, সিলেটের রেল যোগাযোগ বন্ধ
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরা স্টেশনের কাছে তেলবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রামের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (১৫ সপ্টেম্বের) সকাল সাড়ে আটটায় ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটে। ![]() ছবি: সংগৃহীত জানা গেছে, সকালে একটি তেলবাহী ট্রেন ভাটেরা রেলস্টেশনের কাছে পৌঁছালে একটি বগি হঠাৎ লাইনচ্যুত হয়ে যায়। এ কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেলওয়ে সূত্রে জানা গেছে, এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্ধারকারী ট্রেনকে খবর দেয়া হয়েছে। এটি পৌঁছালেই লাইনচ্যুত ট্রেন অপসারণ করে যোগাযোগ স্বাভাবিক করা হবে। ডেল্টা টাইমস্/এম আর/সিআর/জেড এইচ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |