নবাবগঞ্জ নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নবাবগঞ্জ ( দিনাজপুর) প্রতিনিধিঃ
|
দিনাজপুরের নবাবগঞ্জে বাড়ির পাশে কদম তলী ব্রীজে তুলশী গঙ্গা নদীতে গোসল করতে নেমে কনক কর্মকার (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর ) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জে ভাদুরিয়া ইউনিয়নের শিমর (কামারপাড়া) গ্রামে এই ঘটনা ঘটে। শিশু কনক কর্মকার ওই এলাকার বিমল কর্মকারের এর ছেলে। নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক এস আই মোঃ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। ![]() নবাবগঞ্জ নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু স্থানীয় মোঃ গোলাম আযম মনির বলেন, সোমবার দুপুরে শিমর (কামারপাড়া) গ্রামের কদম তলী ব্রীজের তুলশী গঙ্গা নদীতে প্রতিবেশি কয়েকজন শিশুসহ গোসল করতে নামে। এসময় নদীর পানি বেশি থাকায় হঠাৎকরে সে গভীরে তলিয়ে যায়। তখন প্রতিবেশী শিশুরা বাসায় এসে খবর দিলে প্রথমে স্থানীয়রা ওই নদীর পানিতে শিশুটিকে ৪ ঘন্টা খোঁজাখোজি করে না পেলে ফায়ার সার্ভিসের ডুবুরিদের খবর দেয় পরে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে প্রায় ৩ ঘন্টা উদ্ধার চেষ্টা চালিয়ে ব্রীজ থেকে ৫০০ মিটার দুরে শিশুটির মৃত দেহ উদ্ধার করে। ডেল্টা টাইমস্/আর.কে ওসমান আলী/সিআর/জেড এইচ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |