ডিভোর্স বেড়েছে চীনে, কমাতে বিয়ের আগেই কাউন্সিলিং
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
গত দুই দশকে চীনে ব্যাপক হারে ডিভোর্সের ঘটনা বেড়েছে। তাই ডিভোর্সের হার কমিয়ে আনতে বিয়ের আগে প্রেমিক-প্রেমিকাদের নিয়ে কাউন্সিলিং করার পরামর্শ দিয়েছে চীন। খালিজ টাইমস এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। ![]() ডিভোর্স বেড়েছে চীনে, কমাতে বিয়ের আগেই কাউন্সিলিং প্রতিবেদনে জানায়, চীনের সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পারস্পরিক সম্মতিতে ডিভোর্সের বিধান থাকায় দেশটিতে শুধু গত বছরই ৪ দশমিক ১৫ মিলিয়ন চীনা দম্পতির বিবাহ বিচ্ছেদ ঘটেছে। এই প্রবণতা বন্ধ করার লক্ষ্যে বিয়ের আগে কাউন্সিলিং করার পরামর্শ দেওয়া হয়েছে। সম্প্রতি চীনের সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রণালয় ও মহিলা ফেডারেশন এই নির্দেশনা জারি করেছে। তবে এই নির্দেশনা কাদের জন্য প্রযোজ্য হবে এবং কাউন্সিলিংয়ের খরচ কারা বহন করবেন সেটি পরিষ্কার করা হয়নি। উল্লেখ্য, নারীরা আগের থেকে অর্থনৈতিকভাবে অনেক স্বাধীন হওয়ায় এ ধরণের ঘটনা ঘটছে বলে অনেকে মত দিয়েছেন। কারণ তারা প্রথমে কর্মজীবন এবং পরে পরিবারকে বেছে নিচ্ছে। ডেল্টা টাইমস্/এম আর/সিআর/জেড এইচ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |