নৌপরিবহন প্রতিমন্ত্রী করোনা পজিটিভ
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি এখন সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে প্রতিমন্ত্রীর ঘনিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। নৌপরিবহন প্রতিমন্ত্রী। ছবি-সংগৃহিত সূত্রটি জানায়, মঙ্গলবার নমুনা পরীক্ষায় খালিদ মাহমুদ চৌধুরীর করোনা পজিটিভ শনাক্ত হয়। গতকালও তার শরীরে জ্বর ছিল। তবে তার শারীরিক অবস্থা ভালো। তিনি বাসায়ই অবস্থান করছেন। সবার কাছে দোয়া চেয়েছেন। খালিদ মাহমুদ চৌধুরী আওয়ামী লীগের গত কমিটির সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন। ডেল্টা টাইমস্/এম আর/সি আর/এস এ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |