সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
|
সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। নিহতের নাম শাহরিয়ার হোসেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তাড়াশ-ভুইঞাগাতী আঞ্চলিক সড়কের ধাপের ব্রীজ নামক এলাকায় এই দুঘর্টনা ঘটে। ![]() সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত নিহত মাদ্রাসা শিক্ষার্থী শাহরিয়ার মাধাইনগর ইউনিয়নের উত্তর মথুরাপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। বিষয়টি উত্তর মথুরাপুর গ্রামের শিক্ষক আব্দুল আলিম নিশ্চিত করেছেন। এসময় প্রত্যক্ষদর্শীরা জানান, ওয়াশীন কওমী হাফিজিয়া মাদ্রাসার ছাত্র শাহরিয়ার হোসেন সাইকেল চালিয়ে তাড়াশ বাজারে আসার পথে তাড়াশ থেকে সিরাজগঞ্জগামী সোনার মদিনা নামের একটি যাত্রীবাহী বাস উল্লেখিত স্থানে শাহরিয়ারকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ বিষয়ে তাড়াশ থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শাহরিয়ারের মরদেহ উদ্ধার করা হয়েছে। ডেল্টা টাইমস্/এস এম ময়নুল হোসাইন/সিআর/জেডএইচ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |