|
টঙ্গীতে কবরস্থান দখলের প্রতিবাদে মানববন্ধন
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :
|
|
গাজীপুরের টঙ্গীর পশ্চিম থানা এলাকায় আউচপাড়া খাঁপাড়া এলাকাবাসী খাঁপাড়া নির্ধারিত কবরস্থান ও সরকারি খাস জমি ভূমিদস্যুর হাত থেকে রক্ষার দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে আউচপাড়া ও খাঁপাড়া এলাকাবাসী। ![]() টঙ্গীতে কবরস্থান দখলের প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভে এলাকার সুশীল সমাজ, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশ নিয়ে ভূমিদস্যু সামাদ খানের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী ব্যক্ত করেন। স্বেচ্ছাসেবী সংগঠন সাতরং এর পক্ষ থেকে জসিম মাষ্টার বলেন, খাঁপাড়া দীঘি ৩ একর ৮০ খাস খতিয়ানভুক্ত সম্পত্তি। এই সম্পত্তি এলাকার জনসাধারণের কল্যাণে গণকবরস্থান, খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন সাবেক স্থানীয় কাউন্সিলর শেখ মোহাম্মদ আলেক। তৎকালীন সময় স্থানীয় ভূমিদস্যু সামাদ খান জোরপূর্বক বিভিন্ন স্থাপনা নির্মাণ করে তার ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য দখল অব্যাহত রেখেছিল। তখন এলাকার সুশীল সমাজ থেকে শুরু করে জনপ্রতিনিধিসহ সকল ব্যক্তিবর্গের কঠিন আন্দোলনের মুখে পড়ে জেলা জজ এর হস্তক্ষেপে ২০১৭ সালে উচ্ছেদ করা হয়। বর্তমানে এই খাস জায়গায় প্রায় ৩শতাধিকের অধিক মৃত ব্যক্তির লাশ দাফন এখানে করা হয়েছে। এই জায়গাটিকে আবারো ভূমিদস্যু সামাদ পর্যায়ক্রমে প্রায় ২ বিঘা পরিমাণ সম্পত্তি বিভিন্ন স্থাপনা নির্মাণ করে সেখানে অবৈধ রিকশার গ্যারেজ, বিভিন্ন কারখানা ও দোকানপাট ভাড়া দিয়ে ব্যক্তি স্বার্থ হাসিল করছে। ডেল্টা টাইমস্/মো: জাহাঙ্গীর আকন্দ/সিআর/জেডএইচ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |