ভূরুঙ্গামারীর কালজানী নদে অজ্ঞাত ব্যক্তির লাশ
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
|
কুড়িগ্রমের ভূরুঙ্গামারীতে কালজানী নদে ভেসে আসা এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ । শুক্রবাব বিকেলে উপজেলার শিলখুড়ী ইউনিয়নের কাজিয়ার চর গ্রামের পাশে নদীর কিনারে আটকা অবস্থায় স্থানীয়রা লাশটি দেখতে পায়। ![]() প্রতীকী ছবি পরে পুলিশকে খবর দিলে সন্ধায় পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ জানিয়েছে লাশটির পরনে ধুতি, গায়ে ফতুয়া রয়েছে। বয়স আনুমানিক ৫৫ বছর হতে পারে। তার শরীরে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। ওসি তদন্ত জাহিদুল ইসলাম জানান, লাশটি ভারতীয় কোন নাগরিকের হতে পারে। ডেল্টা টাইমস্/মোঃ মনিরুজ্জামান/সিআর/জেড এইচ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |