|
মেসিদের কাছে ২-০ গোলে হেরেছে জুভেন্টাস
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
|
চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে বার্সেলোনার কাছে ২-০ গোলে হেরেছে ক্রিশ্চিয়ানো রোনালদোবিহীন জুভেন্টাস। তিনবার বার্সেলোনার জালে বল জড়িয়েও ব্যর্থ হওয়ায় নিজেদের মাঠেই ২-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে জুভেন্টাসকে। দলের প্রাণ ভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়া মাঠে নেমে এদিন ছন্নছাড়া ফুটবলই খেলেছে আন্দ্রে পিরলোর শিষ্যরা। বিপরীতে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ জি-তে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়েছে কাতালান জায়ান্টরা। বার্সার হয়ে গোল দুটি করেন ফ্রেঞ্চ তারকা ওসমান দেম্বেলে ও আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। ![]() মেসিদের কাছে ২-০ গোলে হেরেছে জুভেন্টাস ইনজুরি ও নিষেধাজ্ঞার কারণে ম্যাচের শুরুর একাদশে কিছু পরিবর্তন আনতে হয়েছে বার্সা বস রোনাল্ড কোম্যানকে। ইনজুরিতে দলে জায়গা হয়নি ব্রাজিলিয়ান তারকা ফিলিপ কৌতিনহোর। শেষ ম্যাচে লাল কার্ড দেখায় বাদ পড়েছেন ডিফেন্ডার জেরার্ড পিকে। তার জায়গায় সুযোগ পান তরুণ ডিফেন্ডার রোনাল্ড আরাহো। এছাড়া রাইট ব্যাকে সার্জিনো ডেস্টের জায়গায় খেলেছেন অভিজ্ঞ সার্জিও রবার্তো। অন্যদিকে করোনার কারণে জুভেন্টাস দলে পায়নি সেরা খেলোয়াড় রোনালদোকে। উল্লেখ্য, এই জয়ের মাধ্যমে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ জির শীর্ষে বার্সা। আর এক জয় ও এক পরাজয়ে ৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস। ডেল্টা টাইমস্/এম আর/সিআর/জেড এইচ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |