৮০ শতাংশ করোনা রোগীর দেহে ভিটামিন ডি’র ঘাটতি পেয়েছেন গবেষকরা
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০, ১০:৫৪ এএম আপডেট: ২৯.১০.২০২০ ১১:০৬ এএম

স্পেনের একটি হাসপাতালে ৮০ শতাংশ করোনা রোগীর দেহে ভিটামিন ডির ঘাটতি পাওয়া গেছে। বুধবার (২৮ অক্টোবর) বিজ্ঞানীরা এ বিষয়টি নিশ্চিত করেছেন। জার্নাল অব ক্লিনিক্যাল এন্ড্রোক্রিনোলজি অ্যান্ড মেটাবোলিজমে ওই গবেষণার বিষয়টি প্রকাশ করা হয়েছে।  তবে গবেষকরা এখনই জোর দিয়ে বলতে পারছেন না যে, ভিটামিন ডির ঘাটতির সঙ্গে করোনার কোনওরকম সম্পর্ক আছে কিনা। 

স্পেনের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত ৮০ শতাংশ রোগীর মধ্যেই ভিটামিন ডির ঘাটতি রয়েছে। স্পেনের মার্কেস ডি ভালডিসিলা বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি থাকা ২১৬ জন করোনা রোগীর ওপর এই সমীক্ষা চালানো হয়। 
৮০ শতাংশ করোনা রোগীর দেহে ভিটামিন ডি’র ঘাটতি পেয়েছেন গবেষকরা

৮০ শতাংশ করোনা রোগীর দেহে ভিটামিন ডি’র ঘাটতি পেয়েছেন গবেষকরা

স্পেনের সান্টান্দারের ক্যান্টাব্রিয়া বিশ্ববিদ্যালয়ের হোসে এল হার্নান্দেজ মনে করেন, কোভিড-১৯ রোগীর রক্তে ভিটামিন ডির ঘাটতি থাকলে অবশ্যই ভিটামিন ডি চিকিৎসার পরামর্শ দেওয়া উচিত। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে পেশি শিথিলতাও দূর হবে।

হার্নান্দেজের মতে, প্রবীণ বা কোমর্বিডিটিস রয়েছে এমন উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের মধ্যে এমনকি চিকিৎসক, নার্সদেরও ভিটামিন ডির ঘাটতি রয়েছে কিনা, তা আগে পরীক্ষা করে দেখা উচিত। ঘাটতি থাকলে সে ক্ষেত্রে সংক্রমণের হাত থকে নিস্তার পেতে ভিটামিন ডির চিকিৎসা করা জরুরি।

উল্লেখ্য, আমাদের শরীরে যে সকল ভিটামিন অত্যন্ত প্রয়োজনীয় তার মধ্যে ভিটামিন ডি প্রথম সারিতে রয়েছে। এটি যেমন আমাদের শরীরে ক্যালসিয়াম এবং ফসফরাস এর পরিমাণ বাড়িয়ে তোলে, ঠিক তেমনই দাঁত ও হাড়ের গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বেশ কিছু রোগের প্রতিষেধক হিসাবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ভিটামিন ডি।  

ডেল্টা টাইমস্/এম আর/সিআর/জেড এইচ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com