শেরপুর প্রেসক্লাব সাংবাদিকদের সাথে মতবিনিময়
শেরপুর উপজেলায় মাদক, জুয়া ও ধর্ষণের বিরুদ্ধে জিরো টলারেন্স-ওসি শহিদুল
শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০, ১:১০ পিএম

বগুড়ার শেরপুর উপজেলার সার্বিক সেবা নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন শেরপুর থানার নবাগত ওসি মোঃ শহিদুল ইসলাম।  নবাগত ওসি শহিদুল ইসলাম শেরপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ আহ্বান জানান। 

বুধাবর (২৮ অক্টোবর) সন্ধ্যায়  উপজেলার বাসষ্ট্যান্ডস্থ শেরপুর প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকরাম হোসাইনের সঞ্চালনায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের কার্যনির্বাহি সদস্য নিমাই ঘোষ, সহ-সভাপতি আব্দুল মান্নান, কার্যনির্বাহি সদস্য শাহ জামাল কামাল, সাবেক সাধারণ সম্পাদক সুজিত বসাক, সদস্য আব্দুল হামিদ, শহিদুল ইসলাম শাওন, উৎপল মালাকার, আব্দুল ওয়াদুদ, প্রবির মহন্ত, আবু জাহের, অশোক সরকার, শাকিল আহমেদ, মাহফুজ আহম্মেদ প্রমূখ। 
 বগুড়ার শেরপুরে, শেরপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শেরপুর থানার নবাগত ওসি শহিদুল ইসলাম।

বগুড়ার শেরপুরে, শেরপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শেরপুর থানার নবাগত ওসি শহিদুল ইসলাম।

তিনি আরো বলেন, এই উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষায় শেরপুর থানা পুলিশ বদ্ধপরিকর। আর ভোগান্তিহীন জনসেবা দিতে শেরপুর থানা থাকবে সকল প্রকার দালালমুক্ত। ওসি বলেন, যেকোন ধরণের আইনী সহায়তায় আমার কক্ষের দরজা ও ফোন সকলের জন্য খোলা।  কোন ধরণের দালালের সহায়তা না নিয়ে ভুক্তভোগীরা সরাসরি থানায় এসে অথবা ফোনে সহায়তা গ্রহণ করতে পারবেন। 

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) শহিদুল ইসলাম আরো বলেন মাদক, জুয়া ও ধর্ষণের বিরুদ্ধে জিরো টলারেন্সনীতিতে চলবে শেরপুর থানা পুলিশ।  ‘‘মুজিব বর্ষ উপলক্ষে পুলিশের স্লোগান হচ্ছে ‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’।  মাননীয় প্রধানমন্ত্রী ও আমাদের মহাপরিদর্শক (আইজিপি) চাচ্ছেন পুলিশ আরও জনবান্ধব হোক। সে লক্ষ্যেও চলবে আমাদের আগামী দিনের কার্যক্রম যোগ করেন এই কর্মকর্তা। 



ডেল্টা টাইমস্/শহিদুল ইসলাম শাওন/সিআর/জেড এইচ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com