সমালোচকদের একহাত নিলেন নুসরাত ফারিয়া
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ফরাসি পণ্য বয়কটের ঘোষণা দেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। শনিবার (৩১ অক্টোবর) ভোরের দিকে এ স্ট্যাটাস দেন তিনি। শুধু বয়কটই নয়, নিজের ব্যবহৃত ফ্রান্সের তৈরি বিলাসবহুল ঘড়িটিকেও ফেলে দিয়েছেন বলে জানান তিনি। তার এ স্ট্যাটাসের পর পরই চারিদিক থেকে ইতিবাচক ও নেতিবাচক মন্তব্য আসতে থাকে। নেটিজেনদের থেকে যেমন প্রশংসা পেয়ে যাচ্ছেন তেমনি সমালোচনাতেও ডুবছেন। অবশেষে সেসব সমালোচকদের একহাত নিলেন নুসরাত। ![]() সমালোচকদের একহাত নিলেন নুসরাত ফারিয়া ওইদিন বিকালে ফের আরেকটি স্ট্যাটাসে নুসরাত ফারিয়া লেখেন, 'কেন একটি সহজ বিষয়কে এতটা জটিল করে তুলতে হবে? যদি কারোর কথা আমার অনুভূতিতে আঘাত করে তবে কি সেটা জানানোর অধিকার নেই? নাকি অভিনেত্রী বলে আমার কোনো মতামতই থাকতে পারে না? আমার ধর্ম আমার বিশ্বাস এবং আমার সহ্যসীমার বাইরে চলে যায় এমন কিছু নিয়ে কথা বলার ২০০ ভাগ অধিকার আমার আছে। উল্লেখ্য, মহানবীকে (সা) বিদ্রূপ করে কার্টুন প্রকাশের ঘটনায় দেশে দেশে ফরাসি পণ্য বয়কটের হিড়িক চলছে। বাংলাদেশের দেখা যাচ্ছে একই চিত্র। সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশট্যাগ বয়কট ফ্রান্স প্রোডাক্ট ট্রেন্ডিং চলছে। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |