|
ফ্রান্সে যাজককে গুলি করে হত্যাচেষ্টা
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
|
ফ্রান্সের লিঁওতে এবার একজন গ্রিক অর্থোডক্স যাজককে গুলি করা হয়েছে। এ হামলার ঘটনায় ওই যাজক গুরুতর আহত হয়েছেন এবং হামলাকারী পালিয়ে গেছেন। পুলিশের সূত্র ও প্রত্যক্ষদর্শীরা এ তথ্য জানিয়েছেন। ![]() ফ্রান্সে যাজককে গুলি করে হত্যাচেষ্টা পুলিশ জানায়, স্থানীয় সময় বিকেল ৪টার দিকে ওই যাজক গির্জার কাছাকাছি আসার পর হামলাকারী তাকে লক্ষ্য করে দুবার গুলি করে। আহত ওই যাজককে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওই গির্জাটি গ্রীক অর্থোডক্স। হামলার পরপরই পুলিশ এলাকাটি ঘিরে ফেলে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |