তিন হাসপাতালে ঘুরেও দুই নবজাতকের চিকিৎসা মেলেনি,ব্যাখা চেয়েছেন হাইকোর্ট
ডেল্টা টাইমস ডেস্ক
|
রাজধানীর তিন হাসপাতাল ঘুরে বিনা চিকিৎসায় দুই নবজাতকের মৃত্যুর ঘটনায় ওই তিন হাসপাতালের পরিচালকদের কাছে ব্যাখ্যা জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী ২৮ ঘণ্টার মধ্যে মুগদা ইসলামী হাসপাতাল, আগারগাঁওয়ের শিশু হাসপাতাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালককে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন আদালত। সোমবার (২ নভেম্বর) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে রুলসহ এ আদেশ দেন। ![]() তিন হাসপাতালে ঘুরেও দুই নবজাতকের চিকিৎসা মেলেনি,ব্যাখা চেয়েছেন হাইকোর্ট আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। তিনি বলেছেন, আজ সকালে সুপ্রিম কোর্টের কর্মচারী আবুল কালামের স্ত্রী সায়েরা খাতুনকে হাসপাতালে নেওয়ার পথে তিনি সিএনজিচালিত অটোরিকশায় জমজ সন্তান প্রসব করেন। পরে ওই মা ও দুই নবজাতককে মুগদা ইসলামিয়া হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতাল থেকে তাদের ঢাকা শিশু হাসপাতালে পাঠানো হয়। শিশু হাসপাতাল ওই মা ও দুই নবজাতককে ভর্তি নেয়নি। এরপর বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নবজাতক শিশুদের নেওয়া হলেও সেখানে ভর্তি নেয়নি। অবশেষে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল প্রাঙ্গণেই মারা যায় জমজ নবজাতক। ন্যায়বিচার চাইতে দুই নবজাতকের লাশ নিয়ে হাইকোর্টে আসেন তাদের বাবা আবুল কালাম। বিষয়টি আমলে নিয়ে উল্লিখিত আদেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে দুই নবজাতককে চিকিৎসা না দেওয়ার নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এ বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ডেল্টা টাইমস/সিআর/জেডএইচ
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |