|
ধামইরহাটে ট্রাক্টরের ধাক্কায় মাদ্রাসা শিক্ষক নিহত
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
|
|
নওগাঁর ধামইরহাটে বালুবাহি ট্রাক্টরের ধাক্কায় এক মাদ্রাসাশিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে স্থানীয়রা জানায়, সোমবার (২ নভেম্বর) সকাল ৭ টার দিকে হরিতকীডাঙ্গা গ্রামের আমজাদ হোসেনের ছেলে ও সাহাপুর মাদ্রারাসার সহকারী শিক্ষক (কৃষি) মেয়েকে নিয়ে মোটরসাইকেলযোগে ধামইরহাট আসছিলেন। পথিমধ্যে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহা সড়কের পিড়লডাঙ্গা নামক স্থানে বালুভর্তি বেশ কয়েকটি ট্রাক্টর (মেসি) দ্রুত গতিতে চলছিল, এমন সময় একটি দ্রুতগামী ট্রাক্টরের ধাক্কায় সহকারী শিক্ষক মজনুর রহমান মাটিতে পড়ে গেলে তার পায়ের উপর দিয়ে গাড়ী চলে যায়। ![]() ধামইরহাটে ট্রাক্টরের ধাক্কায় মাদ্রাসা শিক্ষক নিহত প্রচুর রক্তক্ষরণ অবস্থায় প্রথম ধামইরহাট হাসপাতালে ও পরে রামেক হাসপাতালে নেয়া হলে পথেই তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহযোগিতায় থানা পুলিশ ১টি ট্রাক্টর আটক করা থানায় নিয়ে আসে। তবে তার মেয়ে সুস্থ্য আছেন। ডেল্টা টাইমস্/শামীম রেজা/সিআর/জেড এইচ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |