নরসিংদীর রায়পুরায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ছাত্র নিহত
নরসিংদী প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২০, ৮:২৪ পিএম

নরসিংদীর রায়পুরায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুর একটার দিকে নরসিংদীর রায়পুরার মহিষমারা গ্রামে ঘটনাটি ঘটে। নিহত দুই শিক্ষার্থীর নাম রায়হান ও দিদার মিয়া। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। নিহত ও আহতরা সবাই একই গ্রামের।রায়হান মোল্লা সৌদী প্রবাসী কাজল মোল্লার ছেলে ও রায়পুরা সরকারী কলেজের ১ম বর্ষের ছাত্র ছিল এবং দিদার মিয়া দুবাই প্রবাসী আমার উল্লার ছেলে ও সেরাজনগর এমএ পাইল মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসপি পরিক্ষার্থী ছিল।

আহতরা হলো, মৃত ফজলু মিয়ার ছেলে হাছান মিয়া (৩৩), আমিন মিয়ার ছেলে শামীম মিয়া (১৯) ও মুসা মিয়ার ছেলে কারী মিয়া (২০)। আহতদেরকে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে।
নরসিংদীর রায়পুরায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ছাত্র নিহত

নরসিংদীর রায়পুরায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ছাত্র নিহত

প্রত্যক্ষদর্শী ও নিহতদের স্বজনরা জানান, পৌরসভার ৬নং ওয়ার্ডের মহিষমারা গ্রামে রাস্তার পাশে পৌরসভা কর্তৃক স্থাপিত একটি সোলার স্টিকে সূর্য্যরে আলো কম পড়ায় স্থানীয়দের মতামতের ভিত্তিতে সোলার স্টিক সড়াতে গিয়ে উপরের বিদ্যুতের তারের সাথে স্পর্শ হলে এ দূঘর্টনা ঘটে। পরে তাদেরকে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার দিদার মিয়াকে মৃত ঘোষণা করেন এবং রায়হান মোল্লাকে আশংকাজনক অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে রায়হানকে নরসিংদীর সদরে নিয়ে যাওয়ার পথে তার মুত্যু হয় বলে খবর পাওয়া গেছে।

এ ব্যাপারে রায়পুরা থানার সেকেন্ড অফিসার এস আই দেব দুলাল বলেন, স্থানীয় কাউন্সিলর দুইজন নিহতের ঘটনা আমাকে জানিয়েছেন। বিষয়টি সরজমিনে জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

এ খবর পেয়ে রায়পুরা পৌর মেয়র জামাল মোল্লা ঘটনাস্থল পরির্দশন করে নিহত ও আহত পরিবারের খোজঁখবর নেন।


ডেল্টা টাইমস্/সাইফুল ইসলাম রুদ্র/সিআর/জেড এইচ





« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com