|
কালিহাতীতে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:
|
|
টাঙ্গাইলের কালিহাতীতে তিন তলা বিশিষ্ট বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ![]() কালিহাতীতে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের গান্ধিনা লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে ওই বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী। লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজ ও উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি লায়ন ফেরদৌস আলম ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম, ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আখতারুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম.এ মালেক ভূঁইয়া, পারখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, কালিহাতী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকার, সহ-সভাপতি সেলিম শিকদার, নাগবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিন্নাহ মিয়া, নাগবাড়ী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আয়নাল হক ও লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজের অধ্যক্ষ শাজাহান কবির, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আল মামুন সহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
ডেল্টা টাইমস্/সোহেল রানা /সিআর/এস এ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |