কোয়ারেন্টাইন বিধি ভেঙ্গে দোকান উদ্বোধন করলেন সাকিব
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
নিউইয়র্ক থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরেই রাজধানীর গুলশানে একটি রিটেইল কোম্পানির আউট লেট উদ্বোধনের ফিতা কেটেছেন। যথারীতি চারধার ঘিরে থাকা ভিড়ের মধ্যেই এই শুভকাজ সুসম্পন্ন করেছেন সাকিব। ![]() কোয়ারেন্টাইন বিধি ভেঙ্গে দোকান উদ্বোধন করলেন সাকিব কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা বিধিতে কোয়ারেন্টাইন পালনের যে বিধান অনুযায়ী সাকিব কোয়ারেন্টাইনের নিয়ম ভেঙ্গেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোয়ারেন্টাইন বিষয়ক বিধিতে স্পষ্ট লেখা আছে-‘ কোন বাংলাদেশি নাগরিক বিদেশ থেকে দেশে ফিরে এলে তার যদি করোনা নেগেটিভের মেডিকেল সার্টিফিকেট না থাকে তাহলে তাকে অবশ্যই প্রথম ১৪ দিন ঢাকায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে; আর যদি তার সেই সার্টিফিকেট থাকে তাহলে সেই যাত্রীকে ১৪ দিন নিজ বাড়িতে অথবা স্বেচ্ছা কোয়ারেন্টাইনে থাকতে হবে।’ স্বাস্থ্যসেবা অধিদপ্তরের এই নিদের্শাবলি স্পষ্ট জানাচ্ছে- সাকিব আল হাসান কোয়ারেন্টাইন বিধি পালন করেননি। বিদেশ থেকে দেশে ফিরে ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে তিনি ভিড়ে এসেছেন। গুলশানে যে দোকানে তিনি ফিতে কেটে উদ্বোধন করেছেন সেখানেও সামাজিক দূরত্ব পালনের ছিঁটেফোটা কিছুই ছিল না। গায়ে গা লাগিয়ে ছবি তোলার উৎসবের মেজাজে আর যাই হোক, সামাজিক দূরত্ব পালন না যায় না! রিটেইল শপের একজন কর্তা খালেদুর রহমান সাংবাদিকদের জানান-‘ আমরা জানি যে কোন যাত্রীর করোনা নেগেটিভের মেডিকেল সার্টিফিকেট থাকলে এবং বিমান বন্দরে মাপা তাপমাত্রা অনুযায়ী জ্বর না থাকলে তার আর কোয়ারেন্টাইনের প্রয়োজন হয় না।’ তার দাবি তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে মৌখিকভাবে এই তথ্য জেনেছেন। সেই তথ্য সাকিবের কাছে দিয়েছেন এবং তারপর সাকিব এই কর্মসূচিতে অংশ নিতে সম্মত হয়েছেন। ডেল্টা টাইমস্/এম আর/এস এ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |