অপহৃত জেলেদের এখনও ফেরত দেয়নি বিজিপি
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
মাছ ধরার সময় ধরে নিয়ে যাওয়া ৯ বাংলাদেশি জেলেকে ৪ দিনেও ফেরত দেয়নি মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)। তাদের ফিরিয়ে আনতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা যোগাযোগ করলেও বিজিপির পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। ফলে অপহৃত জেলেদের স্বজনদের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। ![]() অপহৃত জেলেদের এখনও ফেরত দেয়নি বিজিপি ওই ৯ জেলে হলেন- শাহপরীর দ্বীপ এলাকার মাঝি নুরুল আলম, মো. ইউনুছ, সাইফুল ইসলাম, ইলিয়াছ, মো. আলম, ছলিম উল্লাহ, নুর কামাল, মো. সৈয়দ ও সাইফুল ইসলাম। ট্রলার মালিক মোহাম্মদ আমিন জানান, তার ট্রলারটি নাফনদ ও বঙ্গোপসাগরের মোহনায় মাছ শিকার শেষে ফেরার পথে ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা একটি বোট নিয়ে এসে ট্রলারটি ধরে তাদের সীমান্তে নিয়ে যায়। এ বিষয়ে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান বলেন, ‘ধরে নিয়ে যাওয়া জেলেদের ফেরত পেতে পতাকা বৈঠকের জন্য বিজিপির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এখনও তাদের পক্ষ থেকে চূড়ান্ত সাড়া পাওয়া যায়নি। তবে বিজিবির পক্ষ থেকে জেলেদের দ্রুত ফেরত পেতে চেষ্টা অব্যাহত রয়েছে।’ উল্লেখ্য, মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নাফ নদ ও বঙ্গোপসাগরের মোহনা থেকে ৯ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যায় বিজিপি। তাদেরকে মিয়ানমারের হাচ্ছুরতা সীমান্ত চৌকিতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। ডেল্টা টাইমস্/এম আর |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |