ফরিদপুরে ট্রেনের ধাক্কায় নিহত ২
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
ফরিদপুরের নগরকান্দায় ট্রেনের ধাক্কায় ২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে রাজবাড়ী-ভাঙ্গা ট্রেন লাইনের নগরকান্দা উপজেলা অংশের ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ![]() ফরিদপুরে ট্রেনের ধাক্কায় নিহত ২ নিহতরা হলেন- শ্রীরামদিয়া গ্রামের ওয়াজেদ মোল্লার ছেলে ওয়াহেদ মোল্লা (৫০) ও সরোয়ার মোল্লার ছেলে লিটু মোল্লা (৪৫)। আহতরা হলেন- একই গ্রামের চান্দুউল্লা শেখের ছেলে রফিক শেখ (৪০) ও শেখ মনছুরের ছেলে হান্নান শেখ (৪৮)। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, ভ্যানের উপর শ্যালোইঞ্জিন ও ধান ভাঙানোর মেশিন বসিয়ে গ্রামে-গ্রামে ঘুরে ধান ভাঙানোর কাজ শেষে দুইজন রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। ফরিদপুর স্টেশনের মাস্টার মাসুদ রানা রনি জানান, মধুমতি এক্সপ্রেসের ট্রেনটি ভাঙ্গা থেকে ফরিদপুরে ফিরছিল। এ সময় নগরকান্দা অংশে একটি লোকবিহীন গেট অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শনে রাজবাড়ী থেকে রেলওয়ে পুলিশ ও একটি প্রতিনিধি দল রওনা হয়েছে। ডেল্টা টাইমস্/এম আর |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |